Highest Paid Bollywood Singer: এই মুহূর্তে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সেরা প্লেব্যাক গায়কদের (Playback Singer) নামের তালিকা যদি তৈরি করা হয়, তাহলে ওপরের দিকেই স্থান করে নেবেন বাংলার অরিজিৎ সিং (Arijit Singh), শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শুধু এই দুই বঙ্গ তারকাই নন, সেই তালিকায় নাম থাকবে সোনু নিগম (Sonu Nigam), সুনিধি চৌহানদেরও (Sunidhi Chauhan)। তবে আপনি কি জানেন এনাদের মধ্যে কেউই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীতশিল্পী নন। বি টাউনের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীতশিল্পীর (Highest Paid Playback Singer) নাম শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।
বি টাউনে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীতশিল্পীদের তালিকায় নাম রয়েছে দ্বিতীয় স্থানে। একটি গানের জন্য তিনি ২৫ লাখ টাকা করে নেন। তবে প্রথম স্থানে যে সঙ্গীতশিল্পী রয়েছেন তিনি শ্রেয়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকা পারিশ্রমিক পান। এখন নিশ্চয়ই ভাবছেন অরিজিৎ নম্বর ওয়ানে আছেন? তাহলে বলে রাখি আপনি ভুল।
পারিশ্রমিকের তালিকায় অরিজিৎ তৃতীয় স্থানে রয়েছেন। তিনি একটি গানের জন্য ২০-২২ লাখ টাকা নেন। এরপরেই রয়েছেন সোনু নিগম (Sonu Nigam) এবং বাদশা (Badshah)। এই দুই তারকা এক-একটি গানের জন্য ১৮-২০ লাখ টাকা করে পারিশ্রমিক নেন।
সোনু-বাদশার পর তালিকায় নাম রয়েছে শান (Shaan), মিকা সিং (Mika Singh) এবং নেহা কক্করের (Neha Kakkar)। এই তারকারা এক-একটি গানের জন্য ১০ লাখ টাকা করে পারিশ্রমিক হাঁকেন। আর যিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক, তিনি কত টাকা পান জানেন? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি এক-একটি গানের জন্য ৫ কোটি টাকা করে নেন।
আসলে পারিশ্রমিকের নিরিখে পয়লা নম্বরে যিনি রয়েছেন তিনি গান গাওয়ার থেকে বেশি গানের সুর বাঁধতে পছন্দ করেন। জোড়া অস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। এখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন, ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)।
এক-একটি সিনেমায় গানের জন্য এ আর রহমান লাখে নয়, কোটি টাকায় পারিশ্রমিক নেন। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী একটি গানের জন্য ৫ কোটি টাকা দর হাঁকেন। পারিশ্রমিকের নিরিখে এ আর রহমানের ধারেকাছেও নেই কেউ।