অরিজিৎ সিং (Arijit Singh) এবং শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) দু’জনেই বাঙালির গর্ব। এই দুই বাঙালি সঙ্গীতশিল্পী চুটিয়ে রাজত্ব করছেন বলিউডে (Bollywood)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘হিট মেশিন’ বলা হয় তাঁদের। সম্প্রতি এই দুই তারকার গাওয়া ‘তুম ক্যায়া মিলে’ (Tum Kya Mile) গানটি রিলিজ করেছে। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত এবং করণ জোহর (Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’র ছবির গান এটি।
অমিতাভ ভট্টাচার্যের লেখা এবং প্রীতমের সুর দেওয়া এই গানে প্রাণ ঢেলেছে অরিজিত এবং শ্রেয়ার গলা। দুই বাঙালি শিল্পীর গাওয়া এই রোম্যান্টিক গান মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। তবে এসবের মাঝেও শুরু হয়েছে বিতর্ক। শ্রেয়া ঘোষালকে যোগ্য সম্মান দেননি পরিচালক করণ জোহর- উঠেছে এই অভিযোগ। শুনতে অবাক লাগলেও, সেই বিতর্কে খানিক হাওয়া দিয়েছেন গায়িকা নিজেই।
মঙ্গলবার ‘তুম ক্যায়া মিলে’ রিলিজের পরেই একটি টুইট করেন করণ জোহর। প্রীতম, অমিতাভ, অরিজিৎ এবং নিজেকে ‘ড্রিম টিম’ বলে উল্লেখ করেন তিনি। ‘তুম ক্যায়া মিলে’ গানটি শ্রেয়া গাইলেও তাঁকে বাদ দিয়ে দেন ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) পরিচালক। আর তাতেই চটে গিয়েছেন বঙ্গ তনয়া!
করণের টুইটের পর থেকেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র গায়ককে নিয়েই মাতামাতি করছেন করণ? শ্রেয়ার মতো কিংবদন্তি গায়িকা গানটি গাওয়া সত্ত্বেও তাঁকে কেন বাদ দেওয়া হল? এমনই একটি টুইট রিটুইট করে বসেন শ্রেয়া। যদিও কিছুক্ষণ পরে সেটি মুছে দেন বঙ্গ তনয়া। তবে ততক্ষনে তাঁর টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
পরে আবার ‘তুম ক্যায় মিলে’ গানের লিঙ্ক শেয়ার করে করণ এবং অরিজিতের তারিফ করেন শ্রেয়া। গায়িকা লেখেন, ‘অনেক দিন পরে করণ জোহর স্টাইলের বলিউড মিউজিক্যাল রোম্যান্টিক ছবির একটা যথার্থ গান তৈরি হয়েছে। আজকাল যা আমরা সবাই খুব মিস করছি। ‘তুম ক্যায়া মিলে’ সম্পূর্ণভাবে ভালোবাসার গান। অরিজিৎ তোমায় অনেকটা ভালোবাসি। তোমার গলা শুনে হৃদয় গলে যাচ্ছে। প্রীতম-অমিতাভের জুটি তো থামার নামই নিচ্ছে না’।
Love you @arijitsingh, you sound heart melting beautiful ♥️@ipritamofficial @OfficialAMITABH duo is unstoppable ♥️♥️
— Shreya Ghoshal (@shreyaghoshal) June 28, 2023
অপরদিকে করণের পাশে দাঁড়িয়ে সাফাই দেন ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র নির্মাতারা। তাঁরা বলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কলঙ্ক’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাছাড়া ‘তুম ক্যায়া মিলে’র টিজারে শ্রেয়ার নাম রয়েছে। অযথা বিতর্ক না করাই শ্রেয়।