• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আদিপুরুষ’ ফ্লপ হতেই টলিউড ‘রামায়ণ’! রাম-রাবণ-সীতা হবেন কারা? প্রকাশ্যে এল কাস্টিং

Updated on:

What If Tollywood was Made in bengali Ramayan Full Casting Revealed

If Ramayan Was Made in Tollywood Probable Cast: বিনোদন দুনিয়ায় ‘রামায়ণ’ (Ramayan) অবলম্বনে একাধিক সিনেমা (Movie), সিরিয়াল তৈরি হয়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটিও ‘রামায়ণ’ অবলম্বনেই তৈরি। যদিও এই ছবি একেবারেই ভালোলাগেনি দর্শকদের একাংশের। প্রভাস, সইফ আলি খান অভিনীত সিনেমার বিরুদ্ধে উঠেছে ‘রামায়ণ’ বিকৃত করার অভিযোগ। হনুমানের মুখে নিম্নরুচির সংলাপ, জঘন্য ভিএফএক্স- সব মিলিয়ে ৬০০ কোটির ‘আদিপুরুষ’ মিম মেটিরিয়ালে পরিণত হয়েছে।

তবে কখনও ভেবেছেন, বলিউডের দেখাদেখি যদি টলিউডও (Tollywood) ‘রামায়ণ’ অবলম্বনে সিনেমা বানায় তাহলে কাস্টিং কেমন হবে? ভবিষ্যতে কোনও দিন যদি শ্রীরাম-মাতা সীতার কাহিনী অবলম্বনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছবি তৈরি হয়, তাহলে কোন চরিত্রে কাকে দেখা যেতে পারে সেই আঁচ মিলল সোশ্যাল মিডিয়া থেকেই। সম্প্রতি ‘টলিউডের রামায়ণ’র একটি পোস্ট তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Ramayan in Tollywood, Tollywood Ramayan

জনৈক এক নেটাগরিক নিজের পছন্দানুসারে বাংলার ‘আদিপুরুষ’র কাস্টিং করে ফেলেছেন। প্রত্যেকটি চরিত্রেই নেওয়া হয়েছে টলিউডের একাধিক নামী তারকাকে। শ্রীরামের চরিত্রে যেমন কল্পনা করা হয়েছে অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। যদিও অনেকে বলেছন, অঙ্কুশের থেকে দেবকে এই চরিত্রে বেশি মানাতো।

লক্ষ্মণের চরিত্রে কল্পনা করা হয়েছে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। এছাড়া হনুমানের চরিত্রে নেওয়া হয়েছে যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। অপরদিকে মাতা সীতার ভূমিকায় রয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। বাংলার ‘আদিপুরুষ’এ রাবণ কে হয়েছেন জানেন? সংশ্লিষ্ট নেটাগরিক লঙ্কেশের চরিত্রের জন্য বেছে নিয়েছেন সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty)।

Ramayan in Tollywood, Tollywood Ramayan

ইন্দ্রজিৎ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে (Saurav Das)। যদিও এই চরিত্রটি নিয়েও দ্বিমত রয়েছে। অনেকে তাঁকে সোহমের জায়গায় রাবণ হিসেবে দেখতে চাইছেন। গত বছর মহালয়ায় মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ। সেখান থেকেই অনেকে লঙ্কেশের চরিত্রে সৌরভকে দেখতে চেয়েছেন।

Ramayan in Tollywood, Tollywood Ramayan

অপরদিকে রাবণের বোন শূর্পণখার চরিত্রে কল্পনা করা হয়েছে টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যাকে (Srabanti Chatterjee)। রুদ্রনীল ঘোষকে (Rudraneel Ghosh) আবার নেওয়া হয়েছে বিভীষণ চরিত্রের জন্য। লঙ্কেশ রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় সংশ্লিষ্ট নেটাগরিকের পছন্দ কৌশানী মুখার্জি (Kaushani Mukherjee) এবং মাতা শবরীর চরিত্রে তাঁর পছন্দ ‘বিন্দু মাসি’ অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)-কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥