ইদানিং বেশিরভাগ বাংলা সিরিয়ালেই শ্বাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি আর মনো মালিন্যকেই বড়ো করে দেখিয়ে পারিবারিক অশান্তিকেই ফোকাস করে দেখানো হয়। কিন্তু এরইমধ্যে আছে বেশ কিছু ব্যতিক্রমী শ্বাশুড়ি-বৌমার সম্পর্ক। এপ্রসঙ্গে বাংলা সিরিয়ালের এক দর্শক সাউথের সিরিয়ালগুলির শ্বাশুড়ি-বৌমার সম্পর্কের উদাহরণ দিয়ে বলেছেন ‘বাংলা সিরিয়াল এবং সাউথ ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে একটা বিস্তর ব্যবধান আছে।’
লাবণ্য সেনগুপ্ত (Labonyo Sengupta): স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়া। যা আসলে সাউথের জনপ্রিয় সিরিয়াল ‘কার্তিকা দীপম’-এর বাংলা রিমেক। শুরু থেকেই নায়ক নায়িকা সূর্য-দীপা ছাড়াও এই সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলেন সূর্যের মা লাবণ্য সেনগুপ্ত। বেশিরভাগ সিরিয়ালে যখন শ্বাশুড়ি-বৌমার কূটকচালি দেখে বিরক্ত দর্শক তখন সবার থেকে ব্যতিক্রমী এই সিরিয়ালের দাপুটে শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্ত। বিশেষ করে তার সাথে বৌমা দীপার সম্পর্ক দেখে সত্যিই মন ভালো হয়ে যায় দর্শকদের।
বিজয়া মাঠান (Bijoya Mathan): সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে আরও একটি নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। এই সিরিয়ালটিও সাউথের ‘দেভাথা’ সিরিয়াল থেকে অনুপ্রাণিত। এখানেও শুরু থেকেই গ্রামের প্রধান বিজয়া মাঠান কে ন্যায়ের প্রতীক হিসাবে দেখানো হচ্ছে। যিনি সাংসরিক কূটকচালি নয় বরং ন্যায় বিচারের পক্ষপাতী অত্যন্ত সাহসী এক চরিত্র। আগামীদিনে তার সাথেও যে তাঁর ছেলের বৌয়ের সুসম্পর্ক দেখা যাবে তা বলাই বাহুল্য।
মহেশ্বরী (Moheswori): সাউথের থেকে অনুপ্রাণিত না হলেও বাংলা সিরিয়ালের জগতে মায়ের মতোই ভালো এমনই একজন কড়া ধাঁচের জনপ্রিয় শ্বাশুড়ি হলেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের মহেশ্বরী দেবীর চরিত্র।
তাঁর সাথেও তাঁর ছেলে শংকরের বৌ ঐশানি অর্থাৎ ইসমার্ট মেয়ের সম্পর্ক কিন্তু একেবারে মা মেয়ের মতো।