এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj)। পরকীয়াহীন এই সিরিয়াল অত্যন্ত পছন্দ দর্শকদের। দেশভাগের আগের প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিক দেখলেই যেন সেই পুরনো দিনগুলোয় ফিরে যান সকলে। কমলা (Komola) এবং মানিকের (Manik) দস্যিপনা, খুনসুটি সব কিছু দেখতে প্রচণ্ড ভালোলাগে তাঁদের।
‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের (Marriage) পর থেকেই নানান বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছে কমলা এবং মানিক। তবে প্রত্যেকবার সকল বিপত্তি কাটিয়ে একে অপরকে রক্ষা করেছে তাঁরা। বয়স কম হলেও স্বামী-স্ত্রীর সম্পর্কের সঠিক মর্যাদা রেখেছে মানিক এবং কমলা। তবে এবার ভাঙতে চলেছে তাঁদের সুখী দাম্পত্য!
সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র নতুন প্রোমো (Promo) প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কমলাকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে বসছে মানিক। ধারাবাহিকে যে সময়কার কাহিনী দেখানো হচ্ছে, সেই সময় পণপ্রথা অবৈধ ছিল না। তাই বিয়ের সময় অনেকক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারেরা সমস্যায় পড়তেন। সিরিয়ালেও এবার এই ট্র্যাকই আসছে।
‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, মানিকের ছোট ভাই ভোঁদার বিয়ে হচ্ছে। তবে পাত্রপক্ষের দাবি, ছেলের সমান ওজনের সোনা না দিতে পারলে এই বিয়ে ভেঙে দেওয়া হবে। মেয়ের বাড়ির লোকেরা ছেলের সমান ওজনের সোনা না দিতে পারায় ভোঁদাকে সেখান থেকে নিয়ে চলে যায় পাত্রপক্ষ।
এমন কাণ্ড দেখে রেগে আগুন হয়ে যায় পাত্রীপক্ষ। তাঁরা বলে ওঠে, ছোট ছেলের সঙ্গে বিয়ে দেওয়া না হলে বড় ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে। একথা বলেই টোপর পড়িয়ে মানিককে টানতে টানতে নিয়ে যায় তাঁরা।
স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়া হবে শুনেই চিৎকার করে ওঠে কমলা। কিন্তু তাঁকে জোর করে আটকে রাখা হয়। তাহলে কি দ্বিতীয় বিয়ে হয়ে যাবে মানিকের? স্বামীর পুনর্বিবাহ আটকাতে এবার কমলা কী করে সেটাই দেখার।