বর্ষাকাল (Monsoon) এলেই চুলের (Hair) নানান রকম সমস্যা দেখা যায়। চিটচিটে ভাব থেকে শুরু করে চুল পড়া (Hair Fall)- বৃষ্টিবাদলের এই মরসুমে চুলের ওপর দিয়ে ব্যাপক ঝক্কি (Hair Problem) যায়। সেই জন্য এই সময় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবে এমন অনেকেই রয়েছেন যারা সময়ের অভাবের কারণে চুলের যথাযথ যত্ন (Hair Care) নিতে পারেন না। সেই জন্য খানিকটা বাধ্য হয়েই আস্থা রাখেন বিউটি পার্লারের ওপর।
এছাড়াও এখন বাজারে নানান রকমের প্রসাধনী সামগ্রীও পাওয়া যায়। চুল এবং স্ক্যাল্পের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী বেছে নেন সকলে। তবে অনেক সময় বাজারের প্রসাধনী সামগ্রী ব্যবহার করেও চুলের সমস্যা দূর হয় না। আজকের প্রতিবেদনে তাই এমন একটি ঘরোয়া হেয়ার স্প্রে (Homemade Hair Spray) বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা একবার লাগালে দেখবেন বর্ষাকালে চুল ওঠার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। লাগবে শুধু একটু মেথি (Methi) আর চাল (Rice)।
হেয়ার স্প্রে তৈরির উপকরণ-
১) চাল- আধ বাতি
২) মেথি দানা- ৩ টেবিল চামচ
হেয়ার স্প্রে বানানোর পদ্ধতি-
প্রথমে দু’টি উপকরণ তথা চাল এবং মেথি ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর দু’টি আলাদা বাটিতে দু’টি উপকরণ ভিজিয়ে রাখতে হবে। বাটিতে পরিমাণ মতো জল দিয়ে রাতভর চাল এবং মেথি ভিজিয়ে রাখুন।
সারারাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে দু’টি পাত্রে জল সহ চাল এবং মেথি ফুটিয়ে নিন। কিছুক্ষণ ফোটানোর পর ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন। ঠাণ্ডা হয়ে যাওয়ার পর সেটি ছেঁকে নিন। এরপর মেথি এবং চাল ফোটানো এই জল ভালো ভাবে একসঙ্গে মিশিয়ে নিন।
সম্পূর্ণ এক দিন এই অবস্থায় রেখে দিন। চাল এবং মেথি যতক্ষণ অবধি থিতিয়ে না পড়ছে ততক্ষণ অপেক্ষা করুন। থিতিয়ে পড়ার পর জলের ওপরের অংশ একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর চুলে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন। তারপর চুল শুকিয়ে এই স্প্রে পুরো স্ক্যাল্পে ভালো করে মাখুন। হালকা হালকা করে ৫ মিনিট মতো মালিশ করুন। এরপর ২০ মিনিট মতো রেখে ফের শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহার করার পর নিজেই ফলাফল দেখতে পাবেন আপনি।