• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘না হয় গালাগালি খেয়ে নেব’, পাসুরির রিমেক গাইতেই ব্যাপক ট্রোল, অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিং

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নীতি পুলিশির হাত থেকে এবার নিস্তার পেলেন না খোদ দেশের এক নম্বর গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) -ও। সম্প্রতি কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ (Satya Prem Ki Katha) সিনেমার জন্য অরিজিৎ পাকিস্তানের জনপ্রিয় গান ‘পাসুরি’র (Pasuri) নতুন রিমেক ভার্সন ‘পাসুরি নু’  গেয়েছেন। যা একেবারেই পছন্দ হয়নি পাকিস্তানি ভক্তদের। একদিকে সত্যপ্রেম কি কথার পাসুরি নু গানটিতে গলা দিয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার।

অন্যদিকে আসল ‘পাসুরি’ গানটি আলি শেঠি এবং শেয় গিলের গাওয়া। সোমবার এই গানের রিমেক ভার্সনের একটি ভিডিও আপলোড করা হয়েছিল ইউটিউব চ্যানেলে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘সত্যপ্রেম কী কথা ছবির পাসুরি নু গান যা নতুন ভাবে গ্লোবাল হিট, সেই গানটিই রইল আপনাদের জন্য। কার্তিক আরিয়ানকে দেখুন সত্যপ্রেম হিসেবে। আর কিয়ারা থাকবেন কথা হিসেবে।’

   

বলিউড,Bollywood,গান,Music,অরিজিৎ সিং,Arijit Singh,সত্য প্রেম কি কথা,Satya Prem Ki Katha,পাসুরি,Pasuri,ট্রোল,Troll,টুইট,Tweet,প্রতিক্রিয়া,Reaction

এই গান ইউটিউবে আপলোড হতেই কমেন্ট সেকশনে উপচে পড়ে একের পর এক নানা ধরণের কটু মন্তব্য।  অরিজিৎ সিং এর মত এমন একজন খ্যাতনামি শিল্পীকে এমন ভাবে ট্রোলের মুখে পড়তে দেখে বেশ অবাক হয়েছেন অরিজিৎ ভক্তরা। তবে এই ট্রেলিং এর মধ্যেই সোমবার একটি টুইট করেছিলেন অরিজিৎ।

সেখানে তিনি জানিয়েছেন এই গানটি গাওয়ার পিছনে থাকা আসল কারণ। এদিন টুইট করে অরিজিৎ জানিয়েছেন , ‘নির্মাতারা আমাকে সমাজের সুবিধাহীন মানুষদের একটি স্কুলের জন্য বাৎসরিক তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে বড় কথা আরও না হয় খানিক গালাগাল খেয়ে নেব।’

বলিউড,Bollywood,গান,Music,অরিজিৎ সিং,Arijit Singh,সত্য প্রেম কি কথা,Satya Prem Ki Katha,পাসুরি,Pasuri,ট্রোল,Troll,টুইট,Tweet,প্রতিক্রিয়া,Reaction

অরিজিৎ এই টুইট করার পরেও কিন্তু থেমে থাকেননি নেটিজেনদের একটা বড় অংশ। প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘পয়সার তো কম নেই আপনার। কিছু কিছু ম্যাগাজিন তো বলে আপনি শীর্ষ ধনী সংগীত শিল্পীদের মধ্যে একজন।’

অন্যদিকে একজন অরিজিৎ ভক্ত লিখেছেন, ‘এতটাও খারাপ কিছু হয়নি স্যার। খুব ভালো করেছেন যা করেছেন। এসব ২-৪দিন থাকবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। এভাবেই সবকিছু হয়। কিন্তু, যা করবেন অরিজিনাল। শুধু রিমেক এড়িয়ে চলুন।’ আর একজন অরিজিৎ ভক্তর পরামর্শ, ‘আপনাকে কে গালাগাল দেবে স্যার। আপনি কিংবদন্তি। আপনি এত লোককে সাহায্য করছেন ফান্ড দিয়ে। যারা খারাপ কথা বলছে তারাই একদিন হাঁফিয়ে উঠবে।’

site