গত দেড় বছরে দক্ষিণ ভারতীয় সিনেমা এবং দক্ষিণ ভারতীয় অভিনেতাদের (South Indian Actor) জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভারতে তো বটেই, এখন গোটা বিশ্বে অনুরাগী রয়েছে আল্লু অর্জুন (Real Name), রাম চরণদের। সেই সঙ্গেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ বেড়েছে। তাঁদের আসল নাম, মনের মানুষের পরিচয়- সব কিছু জানা চাই তাঁদের। আজকের প্রতিবেদনে তাই ৫ জনপ্রিয় সাউথ সুপারস্টারের আসল নাম তুলে ধরা হল, যা তাঁদের ৯৯% অনুরাগীই জানেন না।
থালাপতি বিজয় (Thalapathy Vijay)- দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন থালাপতি বিজয়। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে অগুনতি মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। তবে আপনি জানেন, থালাপতি বিজয়ের আসল নাম কিন্তু জোসেফ বিজয় চন্দ্রশেখর।
ধনুষ (Dhanush)- ‘থালাইভা’ রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুষ বলিউডেরও পরিচিত মুখ। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মহিলামহলেও ধনুষের জনপ্রিয়তা দেখার মতো। তবে অনেকেই জানেন না, অভিনেতার আসল নাম কিন্তু ধনুষ নয়, বরং ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা।
যশ (Yash)– ব্লকবাস্টার ‘কেজিএফ’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমায় অভিনয় করার পর থেকে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। আজ গোটা বিশ্বে অনুরাগী রয়েছে তাঁর। ‘রকি ভাই’ নামে দর্শকমহলে জনপ্রিয় তিনি। তবে আপনি কি জানেন, অভিনেতার আসল নাম যশ না। ‘কেজিএফ’ অভিনেতার আসল নাম হল নবীন কুমার গৌড়।
মহেশ বাবু (Mahesh Babu)- দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুও কিন্তু নিজের ‘নকল’ নামেই দর্শকদের মধ্যে জনপ্রিয়। হ্যান্ডসাম এই অভিনেতার আসল নাম ঘটমণেনী মহেশ বাবু। অভিনেতার সিংহভাগ অনুরাগীই তাঁর আসল নাম জানে না।
প্রভাস (Prabhas)- ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। এখনও অনেক দর্শকের কাছে ‘বাহুবলী’ নামেই জনপ্রিয় প্রভাস।
তবে ‘প্রভাস’ কিন্তু অভিনেতার আসল নাম নয়। ‘আদিপুরুষ’ ছবির শ্রীরামের আসল নাম হল উৎপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু।