চুলের সমস্যা (Hair Problem) কমবেশি সারা বছরই লেগে থাকে। তবে বর্ষাকাল (Monsoon) এলে এক লাফে সেটা যেন কয়েক গুণ বেড়ে যায়। বৃষ্টিবাদলের এই মরসুমে চুলের গোড়া অনেকটাই দুর্বল থাকে, সেই জন্য অল্প টান পড়লেই চুল উঠে আসে। এছাড়াও এই সময় খুশকি থেকে শুরু করে চুলের চিটচিটে ভাব (Frizzy Hair) সহ আরও নানান সমস্যা দেখা দেয়। আজকের প্রতিবেদনে তাই চুলের চিটচিটে ভাব দূর করার ৫ সহজ ঘরোয়া উপায় (Hair Care Tips) তুলে ধরা হল। এগুলি মেনে চললে কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন আপনি।
বড় দাড়ার চিরুনি ব্যবহার- বর্ষাকালে চুল ভালো রাখতে বড় দাড়ার চিরুনি ব্যবহার করার কথা বলেন বিশেষজ্ঞরা। কারণ এই সময় এমনিতেই চুলের গোড়া দুর্বল থাকে। সেই সময় ছোট দাড়ার চিরুনি ব্যবহার করলে চুল সহজেই উঠে আসে। সেই জন্য কাঠ কিংবা বাঁশের তৈরি চিরুনি ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকেরা। এতে চুলে জটও কম পড়ে।
হেয়ার মাস্ক ব্যবহার- বর্ষাকালে সপ্তাহে ১-২ দিন ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে চুল যেমন পুষ্টি পায়, তেমনই নরম এবং জেল্লাদারও থাকে। পাশাপাশি বর্ষার মরসুমে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। এতে চুল হাইড্রেটেড থাকে, ফলে চিটচিটে ভাব কেটে যায়।
সালফেট ফ্রি শ্যাম্পুর ব্যবহার- যারা প্রত্যেকদিন বাড়ির বাইরে বেরোন তাঁদের অবশ্যই নিয়মিত চুল পরিষ্কার করা উচিত। চুলের গোঁড়া নোংরা জমলেই একাধিক সমস্যা দেখা দেয়। চেষ্টা করবেন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করার। এটি যেমন আপনার স্ক্যাল্প পরিষ্কার রাখে, তেমনই চুল রুক্ষ হওয়া থেকেও আটকায়।
তোয়ালে দিয়ে চুল ঘষে মুছবেন না- স্নান করে চুল মোছার সময় তোয়ালে দিয়ে না ঘষার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভেজা চুল যদি তোয়ালে দিয়ে বেশি ঘষা হয় তাহলে তা আরও বেশি রুক্ষ এবং ফ্রিজি হয়ে যেতে পারে। এর থেকে চুল ওঠার সমস্যাও বাড়তে পারে।
বালিশে সিল্কের ঢাকা ব্যবহার- বর্ষাকালে বালিশে সিল্কের ঢাকা ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই মরসুমে সুতির ঢাকা এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মত তাঁদের।
কারণ সুতির ঢাকা ব্যবহার করলে চুলে বেশি ঘষা লাগে। ফলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে সিল্কের ঢাকা হলে সেই সমস্যা থাকে না।