বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেত্রীরা (Actress) সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ঘরের মেয়ে থেকে কম কিছু নয়। রোজ টেলিভিশনের পর্দায় তাঁদের দেখতে দেখতে কখন যে তাঁরা রোজনামচার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তা বোঝা যায় না। স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora) সিরিয়ালের নায়িকার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়। খুব তাড়াতাড়ি সেই নায়িকাই সাত পাকে বাঁধা (Marriage) পড়তে চলেছেন।
সাম্প্রতিক অতীতে বাংলা টেলিভিশনের একাধিক নামী অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। সদ্য গাঁটছড়া বেঁধেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, মিষ্টি সিং। রথযাত্রার দিন আবার রোকা সেরেছেন টেলি অভিনেত্রী পায়েল দেব। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছেন টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। ইন্ডাস্ট্রির গুঞ্জন, এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা কয়েক দিন ধরে নিজের পেশাগত জীবনের কারণে চর্চার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি জি বাংলার ‘মুকুট’ সিরিয়াল ছেড়ে স্টার জলসার ‘গাঁটছড়া’য় এন্ট্রি নিয়েছেন তিনি। নেটপাড়ার চর্চা বলছে, নায়ক ঋদ্ধিমানের নতুন নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রীপর্ণা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে বিয়ে নিয়ে মুখ খোলেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী। শ্রীপর্ণা বলেন, এই বছরই জীবনের ভালো কোনও সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা রয়েছে। তাঁর মতে, জীবনের এই সময়টাই থিতু হওয়ার জন্য উপযুক্ত। যদিও কাকে বিয়ে করছেন তা এখনও খোলসা করেননি তিনি।
টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শ্রীপর্ণার হবু স্বামী পেশায় চিকিৎসক। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, মানুষের সেবায় ব্রতী থাকা একজন মানুষকেই নিজের জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলেন ‘কড়ি খেলা’ সিরিয়ালের পারমিতা। সূত্রের খবর, জীবনসঙ্গী হিসেবে একজন চিকিৎসককেই বেছে নিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সদ্য ‘গাঁটছড়া’ সিরিয়ালে এন্ট্রি হয়েছে শ্রীপর্ণার। অনেকে ভেবেছিলেন, খড়ি হয়তো প্লাস্টিক সার্জারি করে ফিরেছে। তবে সেই খবর সত্যি নয় বলে জানা গিয়েছে। শ্রীপর্ণা অভিনীত চরিত্রের নাম রুক্মিণী সেনগুপ্ত। ঋদ্ধির সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোয় এবার সেটাই দেখার।