• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মেয়েবেলা’ শেষ হতেই বড়পর্দায়, এবার সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে ‘মৌ’ স্বীকৃতিকে!

Published on:

Bengali serial Meyebela Mou actress Swikriti Majumder is reportedly set for Tollywood debut

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘মেয়েবেলা’য় (Meyebela) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। চলতি সপ্তাহের শুক্রবার পথচলা শেষ হয়েছে এই ধারাবাহিকের। মাত্র ৫ মাসের মাথায় সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন বেশ খারাপ দর্শকদের। তবে এর মধ্যেই চলে এল একটি সুখবর। ছোটপর্দা কাঁপানোর পর শীঘ্রই সিনেমার (Movie) নায়িকা হতে চলেছেন স্বীকৃতি!

‘মেয়েবেলা’র মাধ্যমে বাংলার সিরিয়ালপ্রেমী মানুষরা একেবারে নতুন একটি জুটি পেয়েছিল। খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল স্বীকৃতি এবং অর্পণ ঘোষালের জুটি। ‘মৌঝর’ জুটি ব্যাপক পছন্দ ছিল তাঁদের। তবে মৌ-ডোডোর মধ্যে কোনও প্রেম দেখানোর আগেই শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’। যে কারণে দর্শকদের পাশাপাশি কিছুটা কষ্ট পেয়েছিলেন স্বীকৃতি নিজেও।

Meyebela, Swikriti Majumder, Swikriti Majumder Tollywood debut

তবে ‘মেয়েবেলা’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এসেছে স্বীকৃতির বড়পর্দায় (Tollywood) ডেবিউর (Debut) খবর। এখন শোনা যাচ্ছে, সিরিয়াল শেষ হতে না হতেই সোজা সিনেমার নায়িকা হতে চলেছেন পর্দার ‘মৌ’। স্বাভাবিকভাবেই একথা সামনে আসার পর প্রচণ্ড খুশি হয়েছেন স্বীকৃতির অনুরাগীরা। কোন ছবি, কে নায়ক? এমন নানা প্রশ্ন ঘুরছে তাঁদের মনে।

সাম্প্রতিক অতীতে বাংলা টেলিভিশনের একাধিক নায়িকার বড়পর্দায় ডেবিউর খবর সামনে এসেছে। ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা কুণ্ডু, ‘সাহেবের চিঠি’ খ্যাত দেবচন্দ্রিমা সিংহ রায়ের নাম রয়েছে সেই তালিকায়। এবার জানা গেল, স্বীকৃতিও সেই তালিকায় নাম তুলতে চলেছেন।

Swikriti Majumder, Swikriti Majumder Tollywood debut

তবে একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, স্বীকৃতির বড়পর্দায় ডেবিউর সকল খবর রটনা ছাড়া আর কিছুই নয়। অভিনেত্রীর বেশ কিছু কাজের কথা চলছে। এর মধ্যে সিনেমা এবং সিরিজ রয়েছে। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি।

‘মেয়েবেলা’ শেষ হওয়ার পর আপাতত বিশ্রাম নিতে চান স্বীকৃতি। শোনা যাচ্ছে, কিছুসময় নতুন কোনও প্রোজেক্ট নেবেন না বলে ঠিক করেছেন তিনি। বিরতি শেষে ফের নতুন কাজে মন দেবেন তিনি। বড়পর্দা, ছোটপর্দা নাকি ওটিটি প্ল্যাটফর্ম- তা তো সময়ই বলবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥