• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদির থেকেও বেশি সুন্দরী! নুসরত জাহানের বোনকে চেনেন? রইল নুজহতের অদেখা ছবির অ্যালবাম

Published on:

Tollywood actress Nusrat Jahan sister Nuzhat Jahan unknown facts

টলিউডের (Tollywood) অত্যন্ত গ্ল্যামারাস একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। এক ছেলের মা হয়ে গেলেও তাঁর বোল্ডনেস দেখে সেকথা বোঝা দায়। নিজের সিজলিং লুকসের মাধ্যমে আজও অগুনতি পুরুষ  হৃদয়ে ঝড় তোলেন তিনি। যদিও আজকের প্রতিবেদনটি নুসরতকে নিয়ে নয়, বরং তাঁর বোন (Sister) নুজহত জাহানকে (Nuzhat Jahan) নিয়ে।

নুসরত এমন একজন অভিনেত্রী যিনি নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক- অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার কাটাছেঁড়া হয়েছে। তবে জানেন কি, নুসরতের বোনকে নিয়েও কিন্তু কম চর্চা হয় না।

Nusrat Jahan sister, Nuzhat Jahan

টলি সুন্দরী প্রায়ই নিজের বোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে থাকেন। দুই বোনের মধ্যে দারুণ মিল। গ্ল্যামারের দিক থেকে দিদিকে টেক্কা দেন নুজহত। তাঁর সম্পর্কে একাধিকবার আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে নুসরত-অনুরাগীদের। তিনি কোথায় থাকেন, কি করেন? একাধিকবার উঁকি দিয়েছে এমন প্রশ্ন। চলুন আজ এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নুসরতের বোন কানাডার টরেন্টোয় থাকেন। সেখানেই পড়াশোনা করছেন তিনি। তবে সৌন্দর্যের দিক থেকে টলি নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না নুজহত। নুসরতের মতো ‘ফ্যাশানিস্তা’ তাঁর বোনও। তবে এত সুন্দরী হলেও বরাবর লাইমলাইটের আড়ালেই থেকেছেন তিনি।

Nusrat Jahan sister, Nuzhat Jahan

কয়েক বছর আগে তুরস্কে নিখিল-নুসরতের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল নুজহতকে। দিদির মেহেন্দি অনুষ্ঠানে সি গ্রিন এবং হলুদ রঙের লেহেঙ্গা চোলিতে ধরা দিয়েছিলেন তিনি। টলি সুন্দরীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরেও শ্যালিকা নুজহতকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন নিখিল। পাল্টা ধন্যবাদ জানান নুজহতও। যদিও এখন সেই পোস্ট মুছে দিয়েছেন নুসরতের প্রাক্তন স্বামী।

Nusrat Jahan sister, Nuzhat Jahan

চলতি ফেব্রুয়ারি মাসে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। এরপর থেকে ফের নুজহতকে নিয়ে অভিনেত্রীর অনুরাগী মহলে চর্চা শুরু হয়। অনেকেরই বক্তব্য, নায়িকা হওয়ার সকল গুণ রয়েছে নুজহতের মধ্যে। পড়াশোনা শেষ করে দিদির দেখানো পথে হেঁটে নুজহতও টলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন কিনা সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥