বিনোদন দুনিয়ায় সিনেমার যেমন আলাদা গুরুত্ব রয়েছে, তেমনই রয়েছে ছোটপর্দারও (Bengali Serial)। এমন অনেক মানুষ রয়েছেন যাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলা সিরিয়ালগুলি। সেই সঙ্গেই এখন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) তথা ওয়েব সিরিজের (Web Series) জনপ্রিয়তাও আস্তে আস্তে বাড়ছে। বড়পর্দা, ছোটপর্দা কাঁপানো একাধিক তারকা এখন আস্তে আস্তে ওয়েব প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন।
বঙ্গবাসীর রোজকার বিনোদনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজ। সেই জন্য এই দুই মাধ্যমের কলাকুশলীদের সম্মান দেওয়ার জন্য সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল টিভি ৯ বাংলা। সেখানে বাংলা টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার একাধিক তারকার হাতে তুলে দেওয়া হয়েছে সেরার পুরস্কার।
সম্প্রতি শহর কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে আয়োজিত এই হয়েছিল এই জমকালো অনুষ্ঠান। বিনোদন দুনিয়ার তো বটেই, রাজনৈতিক দুনিয়ার একাধিক তারকাও উপস্থিত ছিলেন সেখানে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত হয়ে দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আদৃত রায়, সৌমিতৃষা কুণ্ডু সহ বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত ছিলেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে।
সেই সঙ্গেই এসেছিলেন মহম্মদ সেলিম, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, দিলীপ ঘোষের মতো রাজনৈতিক দুনিয়ার একাধিক নামী ব্যক্তিত্বরাও। পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। জমকালো এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের সেরাদের বেছে নেওয়ার জন্য তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের জুরি। সেখানে ছিলেন, মুনমুন সেন, প্রভাত রাত, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো তারকারা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক খেতাবজয়ীদের নাম।
সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। জুরির মতানুযায়ী সেরা সিরিয়ালের খেতাব জিতেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এছাড়া সেরা সিরিয়াল নির্বাচিত হয়েছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai)। বাংলা টেলিভিশনের সেরা জুটির খেতাব জিতেছে আদৃত রায়-সৌমিতৃষা কুণ্ডু এবং দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ। অপরদিকে পার্শ্বচরিত্রে সেরার খেতাব জিতেছেন ‘গাঁটছড়া’র অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ‘জগদ্ধাত্রী’র রূপসা চক্রবর্তী।
টেলি দুনিয়ার সেরা খলনায়ক এবং খলনায়িকার পুরস্কার জিতেছেন ‘টুম্পা অটোওয়ালি’র জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা। সেরা নবাগত অভিনেতা এবং অভিনেত্রী হয়েছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র সুকৃত সাহা এবং ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা মল্লিক। সেরা সিরিয়াল হওয়ার জন্য জোর লড়াই চলছিল ‘মিঠাই’ এবং ‘অনুরাগের ছোঁয়া’র মধ্যে। শেষ পর্যন্ত দুই ধারাবাহিকই সেরা খেতাব জিতে নিয়েছে।