সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল প্রায়ই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি ভাইরাল হতে থাকে। এমন অনেক মানুষ রয়েছেন যারা এই সকল চোখের ধাঁধা সমাধান করতে ভালোবাসেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষরা এমন অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ব্যর্থ হন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা দেওয়া হল।
আজকের অপটিক্যাল ইলিউশনে কুকুরের (Dogs) পাল দেখতে পাচ্ছেন। তবে এই কুকুরের পালের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি হিংস্র প্রাণী। সম্ভবত সেটি একটি বাঘ (Tiger)। আগামী ১০ সেকেন্ডের মধ্যে কুকুরের পালের মধ্যে লুকিয়ে থাকা সেই বাঘটিকে আপনাকে খুঁজে বের করতে হবে। এত কুকুরের মাঝে একটি বাঘকে খুঁজে পেতে অনেকেরই ঘাম ছুটে গিয়েছে।
হাতে গোনা কিছু মানুষই এই হিংস্র বাঘটিকে খুঁজে পেয়েছেন। আর যারা পেয়েছেন তাঁদের চোখের প্রশংসা করতেই হয়। তাঁরা যে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন তা প্রমাণিত। আপনি যদি ১০ সেকেন্ডের মধ্যে লুকিয়ে থাকা বাঘটি খুঁজে পান, তাহলে আপনার দৃষ্টিশক্তিরও তারিফ করতে হয়।
এই অপটিক্যাল ইলিউশনের ক্ষেত্রে দাবি করা হয়েছে, যারা নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে বাঘটিকে খুঁজে পেয়েছেন তাঁরা একেবারে বাজপাখির মতো তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন। কিন্তু এমনও অনেকে রয়েছেন যারা শত চেষ্টা করেও বাঘটিকে খুঁজে পাননি। দেখুন তো আপনি বাঘটিকে খুঁজে পেলেন কিনা?
ছবিটিকে প্রথম ভালো করে দেখুন। আপনার দৃষ্টিশক্তি যদি ভালো হয়, তাহলে এতক্ষনে আপনি লুকনো বাঘটিকে খুঁজে পেয়ে গিয়েছেন। কিন্তু যারা প্রচুর চেষ্টা করেও বাঘটিকে খুঁজে পাননি তাঁদের জন্য আমরা হাইলাইট করে দিলাম।
কুকুরের পালের একেবারে বাঁ পাশের উপরের দিকে বাঘটি লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি নিয়মিত ধাঁধা সমাধান করা হয় তাহলে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি উন্নত হয়ে ওঠে। ফলে যে কোনও রকমের সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাতে পারেন। শুধু তাই নয়, ধাঁধা সমাধান করা আইকিউ লেভেল টেস্ট করারও একটি ভালো উপায়।