• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃত পাহাড় থেকে ফিরেই ডিনার ডেটে? কৌশাম্বীর বোল্ড লুক দেখেই ঘায়েল নেটপাড়া

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’র (Mithai) দুই তারকা আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) যে প্রেম করছেন তা কারোর অজানা নয়। স্পষ্টভাবে স্বীকার না করলেও, আকারে ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বেশ বুঝিয়ে দিয়েছেন তাঁরা। যত সময় যাচ্ছে ততই গাঢ় হচ্ছে দুই তারকার প্রেম। সম্প্রতি যেমন একটি রেস্তোরাঁ (Restaurant) থেকে কৌশাম্বী ছবি শেয়ার করার পর শুরু হয়েছে তাঁদের ডেটে যাওয়ার জল্পনা।

‘মিঠাই’ সিরিয়ালে একসঙ্গে কাজ করার সূত্রে প্রথম আলাপ আদৃত-কৌশাম্বী। এরপর শুরু হয় তাঁদের প্রেমের সম্পর্ক। এতদিন অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খোলাখুলি কথা বলেননি দু’জনে। কিন্তু ‘মিঠাই’ শেষ হওয়ার আগে থেকে আকারে ইঙ্গিতে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিতে শুরু করেন পর্দার সিদ্ধার্থ এবং নন্দা।

   

Adrit Roy and Kaushambi Chakraborty, Adrit Roy birthday

মাসখানেক আগে যেমন প্রায় একই সময় একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন আদৃত এবং কৌশাম্বী। একসঙ্গে ক্যামেরার সামনে ধরা না দিলেও ব্যাকগ্রাউন্ড দেখে ঠিক ধরে ফেলেছিলেন নেটিজেনরা। এবার অবশ্য একারই ছবি শেয়ার করেছেন কৌশাম্বী। কিন্তু তাতে নেটিজেনদের প্রশ্ন কিন্তু থামেনি।

শহরের এক নামী রেস্তোরাঁ থেকে কৌশাম্বি ছবি শেয়ার করতেই অনুরাগীদের প্রশ্ন আসা শুরু হয়ে যায়। কেউ জিজ্ঞেস করেছেন, জায়গাটা কোথায়? কারোর আবার প্রশ্ন, সঙ্গে কে আছে? যদিও আদৃত সঙ্গে ছিলেন নাকি কৌশাম্বী একাই শহরের নামী ইতালিয়ান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

Kaushambi Chakraborty, Kaushambi Chakraborty in a restaurant

তবে চমকের কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি কালো রঙের রাত পোশাকে একটি ছবি শেয়ার করেন কৌশাম্বী। যা দেখে হাল বেহাল হয়ে গিয়েছে অভিনেত্রীর অনুরাগীদের। কৌশাম্বীর এই সাহসী ছবি যে অনেকেরই রাতের ঘুম উড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।


প্রসঙ্গত, ‘মিঠাই’ শেষ হওয়ার পর এখন জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বী। এই ধারাবাহিকে নায়কের বিধবা বৌদি পারমিতার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ‘মিঠাই’র নন্দা চরিত্রটি থেকে পারমিতা চরিত্রটি একেবারে আলাদা। গুরুগম্ভীর এই চরিত্রে কৌশাম্বীর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।

site