• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী-শ্বশুরবাড়ির চাপ, অভিনয় ছাড়লেন মধুবনী? স্ত্রীর কেরিয়ার নিয়ে মুখ খুললেন রাজা

Published on:

Why Bengali serial actress Madhubani Goswami left acting reveals husband Raja Goswami

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’এ (Bhalobasa Dot Com) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। রাজার চরিত্রের নাম ছিল ‘ওম’ এবং মধুবনী অভিনয় করেছিলেন নায়িকা ‘তোড়া’র চরিত্রে। সেই সময় দর্শকমহলে ওম-তোড়া জুটির ক্রেজ ছিল দেখার মতো। রিল লাইফে প্রেম করতে করতে বাস্তব জীবনেও ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন রাজা-মধুবনী।

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়বেন পর্দার ওম-তোড়া। বিয়ের পর থেকে সুখে সংসার করছেন দু’জনে। অনুরাগীদের কথায়, টেলি দুনিয়ার ‘পাওয়ার কাপল’ হলেন রাজা-মধুবনী। ২ বছর আগে তাঁদের জীবনে এসেছে পুত্র কেশব। রাজা, কেশব এবং শাশুড়ি মাকে নিয়ে সুখের সংসার মধুবনীর।

Raja Goswami and Madhubani Goswami

ছেলের জন্মের পর রাজাকে একাধিক সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে কেশব হওয়ার পর থেকে ক্যামেরার সামনে দেখা মেলেনি মধুবনীর। ছেলেই এখন অভিনেত্রীর ধ্যানজ্ঞান। ওদিকে প্রিয় ‘তোড়া’কে দীর্ঘদিন পর্দায় না দেখতে পেয়ে ভক্তমহলে গুঞ্জন বাড়ছে।

এসবের মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটে যায়, স্বামী এবং শ্বশুরবাড়ির চাপের কারণে আর অভিনয় করতে দেখা যাচ্ছে না মধুবনীকে। কেউ কেউ এও মনে করছেন, অভিনেত্রী নাকি চিরকালের মতো অভিনয় ছেড়ে দিয়েছেন। স্ত্রীকে নিয়ে এমন গুঞ্জন রটতেই এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন রাজা।

Raja Goswami and Madhubani Goswami

যাবতীয় জল্পনায় জল ঢেলে ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা বলেন, তিনি চান মধুবনী ফের অভিনয় দুনিয়ায় কামব্যাক করুক। রোজই স্ত্রীকে একথা বলেন তিনি। তবে ছোট্ট কেশবকে মা ছাড়া আর কেউ সামলাতে পারে না। তবে ছেলে একটু বড় হলেই স্ত্রীকে ‘ঠেলে’ কাজে পাঠানোর কথা জানান রাজা।

টেলি অভিনেতা বলেন, ‘আমার মা আগে বলতো সন্তান মানুষ করা সহজ নয়। আজ মধুবনীকে দেখে সেটা আমি উপলব্ধি করি। আমি তো কাজে বেরিয়ে যাই। ওঁকেই পুরো একা হাতে সামলাতে হয়’। অভিনয় না করলেও মধুবনী অবশ্য এখন একটি পার্লার চালান। কলকাতার বুকে একটি পার্লার রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি স্বামীর সঙ্গে একটি ইউটিউব চ্যানেলে ভ্লগিংও করেন তিনি। অপরদিকে রাজা এখন স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ এবং সান বাংলায় ‘বিয়ের ফুল’এ অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥