স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘গোপাল ভাঁড়’ (Gopal Bhar)-এর গোপালের কথা মনে আছে নিশ্চয়ই? গোলগাল চেহারার, হাসিখুশি এই গোপালের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী রক্তিম সামন্ত (Raktim Samanta)। খুব অল্প বয়স থেকে অভিনয় জগতে হাতে খড়ি হয়েছে তাঁর। যদিও শুরুটা হয়েছিল জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে।
সঞ্চালনা করেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এই শিশু শিল্পীর। এরপর একে একে সুযোগ আসে রচনা বন্দোপাধ্যায়ের ‘দিদি নাম্বার ওয়ান’ কিংবা সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’তেও। তবে রক্তিমের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গোপাল ভাঁড়’। এই সিরিয়ালে গোপাল ভাঁড়ের চরিত্রে তার অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।
প্রসঙ্গত পর্দার গোপাল ভাঁড়ের মতোই বাস্তবেও কিন্তু খেতে দারুন ভালোবাসেন পর্দার গোপাল ভাঁড়। প্রসঙ্গত টিভির পর্দায় গোপাল ভাঁড় শেষ হওয়ার পরেও কিন্তু টেলিভিশনের পর্দায় একের পর এক কাজ করে গিয়েছেন এই অভিনেতা। তবে তিনিই যে সেই গোপাল ভাঁড়, তা তাঁকে চোখের সামনে দেখেও হয়তো অনেকেই চিনে উঠতে পারেননি।
কিছুদিন আগেই যেমন জি বাংলার পর্দায় সম্প্রচারিত ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে লক্ষ্মী কাকিমার দেওরের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রক্তিমকে। এছাড়া সম্প্রতি বড়পর্দাতেও পা রেখেছে রক্তিম।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ সিনেমায়। এই সিনেমায় নায়িকা ফুল্লরার আদরের দেওর গোগোলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানা যায় রক্তিম বর্তমানে উত্তর কলকাতায় দিল্লি পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। খুব ছোট থেকেই অভিনয়টা তার কাছে একেবারে জল ভাতের মতো।
আলাদা করে তাকে কখনও কোন ক্লাসও করতে হয়নি। খুব সহজ এত এবং সাবলীলভাবেই বিভিন্ন চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পারেনা রক্তিম। তবে এখন কিন্তু আগের সেই গোলগাল চেহারা ঝরিয়ে আগের থেকে এখন অনেকটাই রোগা হয়ে গিয়েছেন ছোটবেলার সেই গোলুমোলু গোপাল ভাঁড়।