বিয়ের এক দশক পর সন্তানের মুখ দেখলেন অস্কারজয়ী ‘আরআরআর’ (RRR) ছবির নায়ক রাম চরণ (Ram Charan) এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনী (Upasana Kamineni)। কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দক্ষিণী তারকা জানিয়েছিলেন, বিয়ের ১১ বছর পর তাঁদের পরিবারে আসতে চলেছে খুদে সদস্য। এরপর থেকেই সেই দিনের অপেক্ষায় দিন গুনছিলেন প্রত্যেকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।
মঙ্গলবার, রথযাত্রার দিন হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন রাম চরণের স্ত্রী। এক সপ্তাহ আগেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। এক সপ্তাহের মধ্যেই রাম চরণ এবং উপাসনার পরিবারে চলে এল খুদে সদস্য। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেমেছে শুভেচ্ছা ঢল।
আজ হাসপাতালের তরফ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করে উপাসনার মা হওয়ার খবর জানানো হয়। সেখানে জানানো হয়েছে, রাম চরণের স্ত্রী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং মেয়ে দু’জনেই ভালো আছেন। জানা গিয়েছে, মেয়ে হওয়ার খবর সামনে আসতেই অস্কারজয়ী কালা ভারব রাম চরণের রাজকুমারীর জন্য একটি নতুন গান রচনা করে ফেলেছেন।
২০১২ সালের ১৪ জুন এলাহিভাবে সাত পাক ঘুরেছিলেন রাম চরণ এবং উপাসনা। গত বছর অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন, তিনি এযাবৎ সন্তান ধারণের কোনও ইচ্ছা পোষণ করেননি। কারণ হিসেবে বলেছিলেন, দেশের ঊর্ধ্বমুখী জনসংখ্যার গ্রাফ।
স্ত্রীয়ের পাশে দাঁড়িয়ে রাম চরণ বলেছিলেন, ‘মেগাস্টার চিরঞ্জীবীর সন্তান হওয়ার জন্য আমার ওপর বেশ কিছু দায়িত্ব রয়েছে। সন্তান এলে আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারি। সেই জন্য আগামী কয়েক বছরে সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’।
রাম চরণ এবং উপাসনা একথা বলার কয়েক মাস পরেই জানা যায়, তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। গত বছর ডিসেম্বর মাসে প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন ‘আরআরআর’ তারকা এবং তাঁর স্ত্রী। ৬ মাস পরে তাঁদের পরিবারে চলে এল খুদে সদস্য। আপাতত ছোট্ট অতিথি এবং বৌমাকে নিয়ে মেতে রয়েছে গোটা কোনিডেলা পরিবার।