• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জগন্নাথ থেকে লোকনাথ, ঠাকুর-দেবতার চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ তারকা

টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। প্রত্যেকটি সিরিয়ালই এখন একে অপরকে টেক্কা দিতে নিয়ে আসছে ভিন্ন ধরনের সব বিষয়বস্তু। তবে এখনকার বেশিরভাগ সিরিয়ালই হয় নারী কেন্দ্রিক কিংবা সাংসারিক কুট কচালি অথবা পরকীয়া নিয়ে তৈরি। কিন্তু বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন কিছু সিরিয়ালও আছে যা তৈরি হয়েছিল ঠাকুর দেবতাদের নানান কাহিনী নিয়ে। এই তালিকায় যেমন একদিকে রয়েছেন রামকৃষ্ণ অথবা বামাক্ষ্যাপার মতো সাধক তেমনি রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব, লোকনাথ কিংবা শ্রীকৃষ্ণের মত ঠাকুর দেবতারা।

জগন্নাথ (Jagannath): আজ রাজ্যজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। তাই এই বিশেষ দিনে প্রথমেই যে সিরিয়ালটির কথা বলতে হয় তা হল কালার্স বাংলার ‘জয় জগন্নাথ।’ এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণ তথা জগন্নাথ দেবের  চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা বিপুল পাত্র (Bipul Patra)।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ঠাকুর,God,জনপ্রিয় চরিত্র,Femous Charector,জগন্নাথ,Joy Jagannath,লোকনাথ,Loknath,রামকৃষ্ণ,Ramkrishna,শ্রীকৃষ্ণ,Srikrishna,বামাক্ষ্যাপা,Bamakhyapa

লোকনাথ (Loknath):  এরপরেই রয়েছেন জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর ভগবান লোকনাথ দেব। ভক্তিমূলক এই সিরিয়ালে ভগবান লোকনাথের বড় বেলার চরিত্রে অভিনয় করে সে সময় বাংলার ঘরে ঘরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।  এই মুহূর্তে তিনি গৌরী এলো ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ঠাকুর,God,জনপ্রিয় চরিত্র,Femous Charector,জগন্নাথ,Joy Jagannath,লোকনাথ,Loknath,রামকৃষ্ণ,Ramkrishna,শ্রীকৃষ্ণ,Srikrishna,বামাক্ষ্যাপা,Bamakhyapa

রামকৃষ্ণ (Ramkrishna): জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’তে ছোট ঠাকুর রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। এই চরিত্রটিকে তিনি তাঁর নিখুঁত অভিনয় দিয়ে খুব সুন্দরভাবে জীবন্ত করে তুলেছিলেন। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এতদিন পর আজও দর্শকদের চোখে লেগে রয়েছে রামকৃষ্ণের চরিত্রে সৌরভের দুর্দান্ত অভিনয়।

Unknown facts about Korunamoyee Rani Rashmoni Godai Thakur AKA Sourav Saha

শ্রীকৃষ্ণ (Srikrishna): এছাড়াও রয়েছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা।’ এই ধারাবাহিকে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রারাদ্ধি  সিংহ (Prarabdhi Singha)। যাকে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে নায়ক সূর্যের ভাই জয়ের চরিত্রে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ঠাকুর,God,জনপ্রিয় চরিত্র,Femous Charector,জগন্নাথ,Joy Jagannath,লোকনাথ,Loknath,রামকৃষ্ণ,Ramkrishna,শ্রীকৃষ্ণ,Srikrishna,বামাক্ষ্যাপা,Bamakhyapa

বামাক্ষ্যাপা (Bamakhyapa): এরপরেই এই তালিকায় যে অভিনেতার কথা না বললেই নয়। তিনি হলেন স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালের বামাক্ষ্যাপা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ঠাকুর,God,জনপ্রিয় চরিত্র,Femous Charector,জগন্নাথ,Joy Jagannath,লোকনাথ,Loknath,রামকৃষ্ণ,Ramkrishna,শ্রীকৃষ্ণ,Srikrishna,বামাক্ষ্যাপা,Bamakhyapa

টিভির পর্দায় এই সাধক বামাক্ষ্যাপার চরিত্রটিকে তিনি এতটাই জীবন্তভাবে ফুটিয়ে তুলেছিলেন যে একসময় দর্শকরা তাকে বামাক্ষ্যাপা নামেই ডাকতে শুরু করেছিলেন। এই মুহূর্তে তিনি স্টার জলসারই অপর একটি ভক্তিমূলক ধারাবাহিক রামপ্রসাদের সাধক রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন।

site