বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন গীতশ্রী রায় (Geetashree Roy)। বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে (Bengali Serial) তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। কখনও ‘রাশি’, কখনও আবার ‘রুশা’ রূপে দর্শকদের মন জয় করেছেন তিনি। এখন আবার তাঁকে ‘সুহাসিনী’ রূপে দেখা যাচ্ছে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ (Komola O Sreeman Prithviraj) নায়কের ছোট মায়ের চরিত্রে অভিনয় করছেন গীতশ্রী।
সিরিয়ালের শ্যুটিং মানেই কাজের ফাঁকে নানান মজা করতে থাকেন কলাকুশলীরা। কখনও সেখানে তৈরি হয় বন্ধুত্ব, কখনও আবার শুরু হয় বিতর্ক- সব মিলিয়ে সিরিয়ালের শ্যুটিং মানেই সেখান থেকে তৈরি হয় একরাশ স্মৃতি। কিন্তু এবার শ্যুটিং করতে গিয়ে সেই সেট থেকেই চুরি করলেন গীতশ্রী! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সে ভিডিও।
‘কথাতেই আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা’! কিন্তু গীতশ্রী চুরি করতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়েছেন। অবশ্য তিনি একা নন, এই কাজে তাঁর সঙ্গ দিয়েছিলেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র নায়িকা তথা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)।
শ্যুটিং সেটে যখন সবাই কাজ নিয়ে ব্যস্ত, তখনই নিজেদের ‘হাত সাফাই’য়ের কাজ সারেন গীতশ্রী এবং অয়ন্যা। সবার যখন শট দিতে ব্যস্ত, তখনই খাবার চুরি করে খান দু’জনে। চারিদিকে লুচি আর আলুর দম দেখে লোভ সামলাতে না পেরে এই কাণ্ড ঘটিয়ে বসেন দুই টেলি অভিনেত্রী। সেই ভিডিও আবার নিজেই শেয়ার করেছেন গীতশ্রী।
চুরি করে লুচি-আলুর দম খাওয়ার ভিডিও শেয়ার করে গীতশ্রী লিখেছেন, শ্যুটিং চলছে। খাবারের সিন ছিল। সব ছেলেরা খেয়ে নিয়েছে। তবে আমরা খাইনি। সেই জন্য আমি আর আমার ছেলের বৌ একসঙ্গে মিলে চুরি করে খাচ্ছি। চুরি করে খাবার খাওয়ার মজা ঠিক কতখানি সেটাও বলতে শোনা যায় গীতশ্রীকে।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে পর্দার মানিকের ছোট মা লিখেছেন, ‘যখন কমলা ও সুহাসিনী একসাথে হেঁসেলে লুচি, আলুর দম চুরি করে খায়!’ দুই অভিনেত্রীর খুনসুটির এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এই শাশুড়ি বৌমা জুটি একেবারে সেরা’। কারোর আবার মত, ‘মানিক আর বড়মা আর এদিকে কমলা আর ছোট শাশুড়ি, ভালোই চলছে’।