বাঙাল-ঘটির (Bangal-Ghoti) লড়াই এমনই একটা বিষয় যা অতীতেও ছিল, বতমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে! এটা মেনে নেওয়াই বোধহয় সবথেকে সহজ হবে। চিরন্তন এই কথা কাটাকাটিতে এবার কোমর কোষে ঝগড়ায় নামলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘গাঁটছড়া’র (Gantchora) অনস্ক্রিন বর বউ রাহুল এবং দ্যুতি (Rahul-Dyuti)।
অর্থাৎ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। বাঙালদের সাথে ঘটিদের রান্না নিয়ে লড়াই থেকে শুরু করে পছন্দ অপছন্দ বিশেষ করে ভাষা নিয়ে কথা কাটাকাটি আজকের নয়। এটা এমন একটা বিষয় যা শুনলে দু পক্ষই ঝগড়া করার জন্য তেড়ে আসে একেবারে রে রে করে। ঘটিদের বিরুদ্ধে চিরকালের অভিযোগ তারা রান্নায় মিষ্টি বেশি খায়।
আর বাঙালদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি শাক-পাতা কিংবা শুটকি মাছ ছাড়া কিছু চেনেন না। কিন্তু যে যাই বলুক ভোজন রসিক বাঙালির কাছে কি আর এই বাঙাল ঘটির লড়াই তখনো বিষয় হতে পারে! তাই পেটুক খাদ্যরসিকের পাতে যদি ইলিশ-চিংড়ি থাকে তখন কে বাঙাল কে ঘটি সব ভুলে সেই খাবারের থালাতেই সবাই হামলে পড়েন অনায়াসে।
কিন্তু এসব কিছুকে দূরে সরিয়ে অনস্ক্রিন বৌ দ্যুতির বাঙাল ভাষা শুনে হঠাৎ ক্ষেপে উঠলেন তার অনস্ক্রিন বর রাহুল। সম্প্রতি বাঙাল-ঘটির ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন পর্দার দ্যুতি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে অনিন্দ্য শ্রীমাকে চিৎকার করে বলছেন, ‘এই ভাষায় কথা বলবি না আমার সঙ্গে। এটা কাজের জায়গা’। কিন্তু তারপরেও অনিন্দ্যকে আরও রাগিয়ে তুলতে অনিন্দ্যর পিছনে দাঁড়িয়ে বাঙাল ভাষাতেই শ্রীমা বলে ওঠেন ‘তোমার সামনে কথা কইতেছি, পেসনে দাঁড়িয়ে কইতেছি।’
অনস্ক্রিন বৌয়ের এই রসিকতায় হেসেই ফেলেন পর্দার রাহুল। বোরে হাসি দেখে বিরক্ত শ্রীমা পাল্টা বলতে শুরু করেন, ‘হাসস ক্যান? বাঙাল কথা শুনে কেউ হাসে’? এরপর খাওয়াদাওয়ার কথা উঠতেই, উঠে আসে লইট্যা মাছ থেকে ইলিশ, চিংড়ি পোস্তর কথাও।