এই মুহূর্তে বলিউডের (Bollywood) বিগ বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’ (Adipurush) বিতর্কে উত্তাল গোটা দেশ। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে পরিচালক ওম রাউত পরিচালিত এই আধুনিক রামায়ণ নিয়ে তুমুল ট্রোলিং। বড়পর্দায় মুক্তির পর এই সিনেমা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন দর্শক। একদিকে যেমন দাবি করা হচ্ছে এই সিনেমার মধ্যে দিয়ে আসলে মহর্ষি বাল্মিকীর রচিত হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণকে বিকৃত করা হয়েছে।
সেই সাথে অভিযোগ উঠছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার। এছাড়া এই সিনেমায় যে ‘ছাপড়ি’ সংলাপ ব্যবহার করা তা শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন সকলেই। বিশেষ করে বাজরাংবলি থেকে শুরু করে লক্ষণ ইন্দ্রজিৎ কিংবা রাবণ অথবা বিভীষণ প্রত্যেকের ভাষা শুনে এক কথায় হতাশ দর্শক। সকলেই বলছেন রামায়ণের মতো বিষয়বস্তু নিয়ে তৈরি সিনেমায় সংলাপ লেখার ক্ষেত্রে আরো বেশি সংযত হওয়া উচিত ছিল নির্মাতাদের।
আদিপুরুষ দেখে আসমুদ্র হিমাচল গোটা দেশবাসীর মতোই ক্ষোভে ফুঁসছেন রামানন্দ সাগর পরিচালিত ধারাবাহিক রামায়ণের অভিনেতারাও। তাদের মধ্যেও অনেকেই আদিপুরুষকে ‘সস্তার রামায়ণ’ বলে কটাক্ষ করেছেন তো কেউ আবার এই আদি পুরুষকে ‘রামায়ণের অপমান’ বলেও মন্তব্য করেছেন। চুপ থাকেননি এই সিরিয়ালের সীতা চরিত্রের অভিনেত্রী দীপিকা চিখলিয়াও (Dipika Chikhliya)।
আদিপুরুষ বিতর্কের মাঝেই সীতার বেশে একটি ভিডিও পোস্ট করে তিনি দেখিয়ে দিয়েছেন আসল সীতা মাতা কেমন হওয়া উচিত। সরাসরি নাম করে না বললেও এই ভিডিওর মধ্যে দিয়ে তিনি যে আসলে আদি পুরুষের আধুনিক সীতা কৃতি শ্যাননকেই বার্তা দিয়েছেন তা বুঝতে আর বাকি নেই কারও। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নিয়ে ক্যাপশনে এই বর্ষিয়ান অভিনেত্রী লিখেছেন ‘অনুরাগীদের আবদার মেটাতেই এই ভিডিও পোস্ট করছি। সত্যিই আমি আপ্লুত আপনারা আমাকে সীতা মা হিসেবে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য’।
প্রসঙ্গত সম্প্রতি এই অভিনেত্রী মুখ খুলে ছিলেন আদি পুরুষের ট্রেলার লঞ্চের সময় তিরুপতি তে পুজো দিতে গিয়ে পরিচালক ওম রাউতের কৃতির গালে চুমু খাওয়ার ঘটনা নিয়েও। সীতা মায়ের মতো পবিত্র একজন পৌরাণিক চরিত্রে অভিনয় করে মন্দির এমন ঘটনা ঘটিয়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে ছিলেন কৃতি শ্যানন।
View this post on Instagram
সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে রামায়ণের পুরনো সীতা দীপিকা বলেছেন ‘কৃতি শ্যানন সীতা চরিত্র অভিনয় করলেও তিনি সীতা হয়ে উঠতে পারেননি। এ প্রসঙ্গে বর্তমান প্রজন্মের অভিনেতাদের একটা সমস্যা রয়েছে তারা চরিত্রের মধ্যে প্রবেশ করতেই পারেন না। আসলে ওদের কাছে রামায়ণ শুধু একটা সিনেমা। কৃতিও সেটাই ভাবেন। তাই ওসব চুমু ,আসলে কৃতি নিজেকে সীতা ভাবতেই পারেননি’।