• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃণা অতীত, নতুন সিরিয়ালে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে জুটি বাঁধছেন কৌশিক রায়!

Published on:

After Balijhor Tollywood actor Koushik Roy will be seen in Jisshu Sengupta’s new Bengali serial

বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন কৌশিক রায় (Koushik Roy)। বহু জনপ্রিয় ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। কখনও নায়ক, কখনও আবার খলনায়কের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে চরিত্র যেমনই হোক না কেন, নিজের তুখোড় অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই টেলি ইন্ডাস্ট্রির গুঞ্জন, কৌশিকের নতুন সিরিয়াল আসতে চলেছে। প্রযোজনার দায়িত্বে থাকবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা ‘যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। এবার এই সিরিয়াল নিয়ে আরও বেশ কিছু আপডেট সামনে এসেছে। নায়িকা থেকে শুরু করে শ্যুটিং শুরু হওয়ার তারিখ, জানা গিয়েছে একাধিক তথ্য।

Koushik Roy, Koushik Roy new serial, Koushik Roy upcoming serial

বহুদিন ধরেই শোনা যাচ্ছে, যীশু-নীলাঞ্জনার ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ বন্ধ হতে চলেছে। টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে স্থান ধরে রাখলেও নাকি নতুন সিরিয়ালের ভিড়ে পথচলা শেষ হতে চলেছে এই ধারাবাহিকের। পাশাপাশি এও জানা গিয়েছে, ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হতেই শুরু হবে কৌশিকের সিরিয়াল।

স্টুডিওপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, যীশু-নীলাঞ্জনার আসন্ন সিরিয়ালে কৌশিকের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নতুন কোনও মুখ। সেক্ষেত্রে ‘খড়কুটো’, ‘বালিঝড়’এ একসঙ্গে অভিনয় করলেও এই ধারাবাহিকে দেখা যাবে না দর্শকদের প্রিয় কৌশিক-তৃণা জুটিকে।

Trina Saha and Koushik Roy

‘হরগৌরী পাইস হোটেল’এ যেমন রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের নতুন জুটি উপহার পেয়েছিলেন দর্শকরা, আসন্ন ধারাবাহিকের ক্ষেত্রেও যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার তেমন পরিকল্পনা রয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, আসন্ন এই সিরিয়ালে কৌশিকের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)। সেক্ষেত্রে ‘হরগৌরী পাইস হোটেল’র পর এই সিরিয়ালেও নতুন জুটি দেখতে পাবেন দর্শকরা।

Koushik Roy and Sandipta Sen, Koushik Roy new serial, Koushik Roy upcoming serial

শুধু এটুকুই নয়, জানা গিয়েছে, কৌশিকের বোনের চরিত্রে আরও চার জন নতুন মুখকে দেখা যাবে এই সিরিয়ালে। শীঘ্রই কৌশিকের নতুন সিরিয়ালের প্রোমো শ্যুট হতে চলেছে। ইতিমধ্যেই অভিনেতা নতুন ধারাবাহিকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥