সপ্তাহের শেষেই ১৬ই জুন শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে বলিউডের (Bollywood) বহু প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’ (Adipurush)। সিনেমাটির টিজার মুক্তির পর তা নিয়ে যেমন দর্শকমহলে শোরগোল পড়ে গিয়েছিল মুক্তির পর সেই উত্তেজনাই যেন তুমুল সমালোচনা নিয়ে ফিরে এল বুমেরাং হয়ে। ঋষি বাল্মিকীর লেখা হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণের মতো বিষয়বস্তু নিয়ে রীতিমতো ছেলেখেলা করার অভিযোগ উঠেছে এই সিনেমাটির নির্মাতাদের ওপর।
মুক্তির পর থেকেই এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে লাগাতার ট্রোলিং। বিশেষ করে এই সিনেমাতে যেভাবে রামায়ণের মতো বিষয়বস্তুকে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে তা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। দাবি করা হচ্ছে এই সিনেমার মধ্য দিয়ে আসলে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। রামায়ণের মতো পৌরাণিক কাহিনীতে স্বয়ং বাজরংবলী হনুমানের মুখের ভাষা শুনে নিন্দায় মুখর হয়েছেন সিনেমাপ্রেমীরা।
এই সিনেমাতে যে ধরনের সংলাপ ব্যবহার হয়েছে তা এক কথায় ফুটপাতের ‘ছাপড়ি’ ভাষা বলে কটাক্ষ করেছেন সকলেই। বলছেন আদিপুরুষের মতো সিনেমাতে এই ধরনের সংলাপ নিয়ে আরো বেশি সংযত হওয়া উচিত ছিল নির্মাতাদের। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল আদি পুরুষের এমনই সাতটি সংলাপ।
সিনেমাতে সিনেমাতে লঙ্কা দহনের সময় একটি দৃশ্যে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বাজরংবলী হনুমানকে বলছেন ‘জ্বললো তো? এখন আরও জ্বলবে। বেচারা শুধু সেই জানে যার জ্বলে।’ এর জবাবে হনুমানকেও বলতে শোনা যায় ‘কাপড় তোর বাবার, আগুন তোর বাবার, তেলও তোর বাবার, তাই জ্বলবেও তোর বাবারই।’
এছাড়া সীতাহরণের পর অশোকবাটিকায় হনুমান তাঁর সীতামাতার সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু সেখানে তাঁকে দেখে লংকেশ্বর রাবণের এক রাক্ষস সৈনিক বলে ওঠে ‘এটা কি তোমার পিসির বাগান, যে হাওয়া খেতে এসেছো?’
লঙ্কা থেকে ফিরে আসার পর একটি দৃশ্যে আধুনিক যুগের বজরংবলীকে বলতে শোনা যায় ‘যারা আমাদের বোনদের স্পর্শ করবে, তাদের লঙ্কা বানিয়ে দেব’। এছাড়া নিজের দাদা রাবণকে একটি দৃশ্যে বিভীষণকে বলতে শোনা যায় আপনি আপনার ভবিষ্যতের জন্য কার্পেট বিছিয়ে রাখছেন।
সীতা উদ্ধারের সময় রাম-রাবণের যুদ্ধ চলাকালীন ইন্দ্রজিৎ লক্ষণকে বলে ওঠে ‘আমার এক বন্ধু তোমার এই অবশিষ্ট সাপটিকে দীর্ঘায়িত করেছে। এই মুহূর্তে পুরো বাক্স পূর্ণ’। ব্যাড যাননি খোদ রাবণও তিনি রামচন্দ্রকে বলেছেন ‘অযোধ্যায় তো সে থাকে না। যদি বেঁচে থাকে তাহলে সে জঙ্গলে। আর জঙ্গলের রাজা সিংহ। তাহলে সে কোথাকার রাজা?’