বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। বহু জনপ্রিয় সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেতাও বটে। ভাস্বরের জন্ম কলকাতায়। তবে এখন আপাতত অভিনেতার আস্তানা হয়েছে কাশ্মীর (Kashmir)। প্রায়শয়ই সেখানে দেখা যাচ্ছে তাঁকে।
কাশ্মীর এমন এক জায়গা যেখানে গেলে স্বর্গের অনুভূতি লাভ হয়। সেই জন্যই তো এই জায়গার আর এক নাম ‘ভুস্বর্গ’। সেই বরফ-সবুজে ঢাকা ভুস্বর্গেই মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছেন ভাস্বর। তাঁর এই ঘন ঘন কাশ্মীর ভ্রমণ নিয়ে আবার শোনা যাচ্ছে একাধিক গুঞ্জনও। ইন্ডাস্ট্রির রটনা, সেখানে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন টেলি অভিনেতা। সেই জন্যই বারবার সেখানে ফিরে যাচ্ছেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে এমন রটনা মাত্রা ছাড়াতেই মুখ খোলেন ভাস্বর নিজে। নিজের চরিত্র নিয়ে এমন কুৎসা রটতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন ভাস্বর। তিনি কেন বারবার কাশ্মীরে ছুটে যান জানিয়েছেন সেকথাও।
ভাস্বর বলেন, ‘নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার কথা এটি। আমি কাশ্মীরে যাই কারণ সেখানে আমার বন্ধুরা রয়েছে। আমার সেখানে সময় কাটাতে ভালো লাগে। তবে বলা হচ্ছে, সেখানে নাকি আমার অবৈধ সম্পর্ক রয়েছে। এসব কথা শুনে মাঝেমধ্যে আমার মজাই লাগে’।
ভাস্বর এর চেয়ে বেশি কিছু না বললেও তাঁর অনুরাগীরা বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি। তাঁদের মতে, অভিনেতার ‘হ্যাপেনিং’ জীবন দেখে অনেকের হিংসে হচ্ছে। কারোর আবার মত, ‘দাদা, যে গাছে আম হয়, সেই গাছেই তো লোকে ঢিল মারে’। ভাস্বরের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে কিছু তো অবৈধ। আর যে প্রেম বৈধ, সেই প্রেম তো আদপে প্রেমই নয়’।
এখানেই শেষ নয়, ভাস্বরের কাশ্মীরের বন্ধুরাও সেখানে কমেন্ট করেছেন। তাঁরা লিখেছেন, ‘ভাই, আবার কাশ্মীর চলে এসো তুমি। তোমায় ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আমার মনটা বাংলায় পড়ে রয়েছে’। জনপ্রিয় এই টেলি অভিনেতা অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন। কাশ্মীর নিয়েও ভাস্বরের লেখা রয়েছে। বাবাকে নিয়েও সেখানে গিয়েছিলেন তিনি।