• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমার নামে হিন্দু ধর্মের অপমান! সাউথ ইন্ডাস্ট্রির মুখে চুন কালি লাগিয়েছে এই ৫ সিনেমা

Published on:

South Indian movies which hurt religious sentiments

এমন অনেক বলিউড (Bollywood) সিনেমা রয়েছে যেগুলির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে (Religious Sentiments) আঘাত করার অভিযোগ উঠেছে। ‘পিকে’ থেকে শুরু করে ‘আদিপুরুষ’- সেই তালিকায় নাম রয়েছে বহু হিন্দি ছবির। তবে আপনি কি জানেন, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেও এমন অনেক ছবি (South Indian Movies) তৈরি হয়েছে যেগুলির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। যা নিয়ে প্রবল বিতর্কও হয়েছিল সাউথে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৫ বিতর্কিত ছবির নাম।

লোক পরলোক (Lok Parlok)- বিতর্কিত এই দক্ষিণী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অস্কার জয়ী ‘আরআরআর’ খ্যাত জুনিয়র এনটিআর। এই সিনেমায় যমরাজকে লাভার বয়ের চরিত্রে দেখানো হয়েছিল। যা নিয়ে রিলিজের পর প্রবল বিতর্ক হয়েছিল।

Lok Parlok, Lok Parlok movie, Lok Parlok movie controversy

পম্মল কে সম্বন্ধনাম (Pammal K Sambandam)- এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ‘পম্মল কে সম্বন্ধনাম’এ কমলকে দেবাধিদেব মহাদেবের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল, মহাদেব চ্যুইংগাম খাচ্ছেন। যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল সেই সময়।

Pammal K Sambandam, Pammal K Sambandam controversy

দশ কা দম (Dus Ka Dum)- চিয়া বিক্রমের কেরিয়ারের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে একটি হল ‘দশ কা দম’। এই সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ‘ও আন্থাভা’ খ্যাত সামান্থা রুথ প্রভু। এই ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল, পূজার থালা থেকে সিগারেট জ্বালাচ্ছেন সামান্থা। বিভিন্ন হিন্দু সংগঠন এই দৃশ্যে কড়া বিরধিতা করেছিল।

Dus Ka Dum, Dus Ka Dum movie controversy

গোপালা গোপালা (Gopala Gopala)- দক্ষিণী সুপারস্টার বেঙ্কটেশ অভিনীত ‘গোপালা গোপালা’র নামও তালিকায় রয়েছে। এই ছবিতে একজন নাস্তিক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘গোপালা গোপালা’র একটি দৃশ্যে দেখানো হয়েছিল, মিথ্যা বলে ভগবানের মূর্তি বিক্রি করছেন বেঙ্কটেশ। যা দেখে অনেক দর্শক বেশ চটে গিয়েছিলেন।

Gopala Gopala, Gopala Gopala movie, Gopala Gopala movie controversy

জিনে নহি দুঙ্গা (Jeene Nahi Doonga)- সাউথ সুপারস্টার রবি তেজা অভিনীত ‘জিনে নহি দুঙ্গা’ ছবির নামও তালিকায় রয়েছে। এই ছবিটির কাহিনী ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল এক সময়।

Jeene Nahi Doonga, Jeene Nahi Doonga movie controversy

‘জিনে নহি দুঙ্গা’য় দেখানো হয়েছিল, ভগবানের থেকেও বেশি শক্তিশালী হলেন রবি তেজা। আর সেই বিষয়টিই মেনে নিতে পারেননি অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥