এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মেয়েবেলা’ (Meyebela)। বেশ কিছুদিন ধরেই বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে চর্চায় রয়েছে এই সিরিয়ালটি। কিছুদিন আগেই রুপা গাঙ্গুলির বদলে ‘বীথি’ চরিত্রে অনুশ্রী দাসকে (Anushree Das) আনা হয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে নির্ধারিত সময়ের একদিন আগেই ১৪ জুন শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। প্রকাশ্যে এসেছে টিভির পর্দায় এই সিরিয়ালটির শেষ সম্প্রচারের দিনক্ষণও।
সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে এই সিরিয়ালটি শুরু থেকেই বেশ পছন্দ ছিল দর্শকদের। স্লট লীড করতে না পারলেও ধীরে ধীরে দর্শকমহলেও জায়গা করে নিয়েছিল মৌ-ডোডোর (Mou-Dodo) সম্পর্কের মিষ্টি রসায়ন। কিন্তু দিনের শেষে এখনকার সব সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টি আর পি। তাই টিআরপি তালিকায় ভালো স্কোর করতে না পারলেই অকালে শেষ হয়ে যাচ্ছে সম্প্রচার। এবার সেই অঘটনটাই ঘটল মেয়েবেলার সাথেও।
তাই এমনিতেই মন খারাপ এই সিরিয়ালের দর্শকদের। প্রসঙ্গত পাঁচ মাস আগে যখন এই সিরিয়ালটি শুরু হয়েছিল তখন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ ছিলেন বীথিকা মিত্র চরিত্রের অভিনেত্রী রূপা গাঙ্গুলী। যদিও প্রায় মাস দেড়েক আগে তিনি নিজেই এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ তুলে এই সিরিয়ালের বিষয়বস্তুকে এগ্রেসিভ বলে দাবি করেছিলেন।
সিরিয়ালের মধ্যে বধূ নির্যাতনের মতো বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন রুপা গাঙ্গুলি। সে সময় তড়িঘড়ি তাঁর পরিবর্তে সিরিয়ালে আনা হয়েছিল অনুশ্রী দাস কে। প্রসঙ্গত এই সিরিয়ালে অভিনয়ের জন্য রূপা গাঙ্গুলি পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। তিনি প্রত্যেক মাসে ১৫ দিন অভিনয় করতেন।
আর চুক্তি অনুযায়ী ১৫ দিন শুটিংয়ের জন্য রূপা গাঙ্গুলী পারিশ্রমিক হিসেবে নিতেন ৯ লক্ষ টাকা। যা টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ। তবে এবার জানা গেল এই একই চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী অনুশ্রী দাস কে কত পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। এক ইউটিউব চ্যানেলের তরফে দাবী করা হয়েছে এই একই চরিত্রে অভিনয়ের জন্য অনুশ্রী দাসকে পারশ্রমিক হিসাবে দিন প্রতি ১৮ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।