বাংলা সিরিয়ালের (Bengali Serial) দুনিয়ায় এমন অনেক তারকা রয়েছেন যারা কাজ করতে গিয়ে একে অপরকে মন দিয়েছেন। বিনোদন দুনিয়ায় এমন মন দেওয়া নেওয়া আকছারই চলতে থাকে। তবে এর মধ্যে হাতে গোনা কয়েকটি সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়। বাংলা টেলি দুনিয়াতেও এমন অনেক তারকা রয়েছেন যারা একসময় প্রেম করলেও শেষ পর্যন্ত তাঁদের সেই প্রেম টেকেনি (Break Up)। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমন ১০ টেলি তারকার নাম।
অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায় (Abhishek Bose Diya Mukherjee)– ‘সীমারেখা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক এবং দিয়া। এরপরেই শোনা যায়, প্রেম করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভালোবাসায় মোড়া ছবি শেয়ার করতেন তাঁরা। কিন্তু আচমকাই একদিন জানা যায়, টেলি দুনিয়ার এই দুই তারকা বিচ্ছেদের পথে হেঁটেছেন।
সায়ন্ত মোদক এবং প্রিয়াঙ্কা মিত্র (Sayanta Modak Priyanka Mitra)- ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করার সময় মন দেওয়া নেওয়া হয়েছিল সায়ন্ত-প্রিয়াঙ্কার। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। তবে মাস খানেক আগে জানা যায়, সায়ন্ত এবগ্ন প্রিয়াঙ্কা নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন।
গৌরব রায় চৌধুরী এবং শ্রীমা ভট্টাচার্য (Gourab Roy Chowdhury Shreema Bhattacharjee)- ‘গাঁটছড়া’ দ্যুতি যে একসময় ‘রাঙা বউ’র কুশের সঙ্গে প্রেম করতেন তা কারোর অজানা নয়। নিজেদের সম্পর্ক কখনও আড়াল করেননি গৌরব এবং শ্রীমা। তাঁদের জুটি প্রচণ্ড পছন্দ ছিল অনুরাগীদের। তবে গৌরব-শ্রীমাও বিচ্ছেদের পথে হেঁটেছেন।
রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ (Rohan Bhattacharya Srijla Guha)- ‘মন ফাগুন’র পিহু একসময় টেলি অভিনেতা রোহনের সঙ্গে প্রেম করতেন। বেশ অনেকটা সময় একসঙ্গে ছিলেন তাঁরা। কিন্তু আচমকাই একদিন জানা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন রোহন এবং সৃজলা। তাঁদের ব্রেক আপের খবরে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল তাঁদের অনুরাগীরা।
ক্রুশল আহুজা এবং অদ্রিজা রায় (Krushal Ahuja Adrija Roy)- তালিকায় নাম রয়েছে ক্রুশল এবং অদ্রিজারও। বাংলা টেলি দুনিয়ার এই দুই তারকাও একসময় প্রেম করতেন।
ক্রুশল এবং অদ্রিজার প্রেমের কথা অনেকেই জানতেন। তবে বাংলা টেলিপাড়ার এই দুই তারকার প্রেমও পরিণতি পায়নি। বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে।