• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দৌলতে কোটিপতি, সুপারহিট এই ৫ নায়িকা খাতা খুলেছিলেন সাউথের ছবি দিয়েই!

Published on:

Bollywood actresses who started their career from South Indian movies

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকা (Bollywood Actress) রয়েছেন যারা আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন। কেরিয়ারের শুরুতে কেউ দক্ষিণী সিনেমায় (South Indian Movies) কেউ আবার বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- সেই তালিকায় নাম রয়েছে বি টাউনের একাধিক নামী নায়িকার। চলুন এক ঝলকে এমন ৫ বলিউড নায়িকার নাম দেখে নেওয়া যাক যারা দক্ষিণী ছবিতে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দীপিকা। বলিউড শুধু নয়, ইতিমধ্যেই হলিউডেও কাজ করে ফীলছেন তিনি। বি টাউনের এই নামী নায়িকা দক্ষিণী ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কন্নড় ছবি ‘ঐশ্বর্য’র (২০০৬) হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন দীপিকা।

Deepika Padukone, Deepika Padukone debut movie, Deepika Padukone South Indian movie

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা এখন হলিউডের পরিচিত মুখ। গোটা বিশ্বে এখন অনুরাগী রয়েছে তাঁর। সেই প্রিয়াঙ্কা নিজের কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ছবির মাধ্যমে। ‘থামিঝান’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন থালাপতি বিজয়।

Priyanka Chopra, Priyanka Chopra debut movie, Priyanka Chopra South Indian movie

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের নামও তালিকায় রয়েছে। বলিউডের এই নামী অভিনেত্রীও দক্ষিণী ছবির হাত ধরেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইরুভার’ হল অ্যাশের ডেবিউ সিনেমা। এই ছবিতে তাঁর সঙ্গে প্রকাশ রাজ, তাবুর সহ একাধিক নামী তারকা অভিনয় করেছিলেন।

Aishwarya Rai Bachchan, Aishwarya Rai Bachchan debut movie, Aishwarya Rai Bachchan in Iruvar

দিশা পাটানি (Disha Patani)- বি টাউনের হট ডিভা দিশাও নিজের কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ছবির মাধ্যমেই। অনেকেই ভাবেন, ‘এম এস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’ তাঁর প্রথম ছবি। কিন্তু এমনটা কিন্তু নয়। বরং তেলেগু ছবি ‘লোফার’র হাত ধরে দিশা নিজের কেরিয়ার শুরু করেছিলেন।

Disha Patani, Disha Patani debut movie, Disha Patani in Loafer

তাপসী পান্নু (Taapsee Pannu)- মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তাপসী। এরপর বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখেন তিনি। এরপরেই তাঁর সামনে অভিনয় জগতের দরজা খুলে যায়।

Taapsee Pannu, Taapsee Pannu debut movie

২০১০ সালে তেলেগু ছবি ‘ঝুম্মান্ডি নাদাম’র হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন তাপসী। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এখন বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হয় গিয়েছেন তাপসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥