হিন্দি সিরিয়ালের (Hindi Serial) জনপ্রিয় অভিনেত্রীর রূপালী গাঙ্গুলী (Rupali Ganguly)। দর্শকদের কাছে যদিও তিনি এই মুহূর্তে ‘অনুপমা’ (Anupama) নামে বেশি পরিচিত। স্টার প্লাসের এই অনুপমা সিরিয়ালে অভিনয় করেই এখন দেশ জোড়া খ্যাতি তাঁর। যদিও এতদিনে সকলেই জেনে গিয়েছেন এই সিরিয়ালটি আসলে স্টার জলসার বাংলা সিরিয়াল ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক।
এই সিরিয়ালে ইন্দ্রানী হালদার অভিনীত শ্রীময়ী চরিত্রের নকল অনুপমা চরিত্রে অভিনয় করেই রূপালী গাঙ্গুলী এখন হয়ে উঠেছেন ছোট পর্দার একজন আদর্শ মা। তবে পর্দায় তিনি যেমন আদর্শবান মা, বাস্তব জীবনে কিন্তু তেমনটা হতে পারেননি। আর সেই যন্ত্রণাই প্রতিনিয়ত তাঁকে কুড়ে কুড়ে খায়। সম্প্রতি এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর রূপালী গাঙ্গুলী বলেছেন ‘আমি রোজ অপরাধ বোধ নিয়ে শুটিংয়ে যাই’।
তবে সেইসাথে অভিনেত্রী এদিন জানালেন তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন কারণ অভিনেত্রীর কথায় ‘আমার কাছে আশীর্বাদ এটা যে আমি একজন ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী এটা প্রমাণ করে দিয়েছেন, সবসময় স্ত্রীকে বাড়ির দায়িত্ব পালন করতে হবে, বাবাকে বাইরে কাজে যেতে হবে এটা সত্য়ি নয়। উল্টোটাও হতে পারে’।
রুপালি জানিয়েছেন তিনি যখনস হোয়াটিংয়ের কাজে বাইরে ব্যস্ত থাকেন তখন তাঁর স্বামী বাড়িতে তাঁদের একমাত্র সন্তান রুদ্রাংশকে সামলান। রূপালীর কথায় ‘সন্তানের জন্য আমার স্বামী বাবা-মা দুই দায়িত্বই পালন করছেন। আমার স্বামী চেয়েছিলেন, দুজনের একজন অন্তত ওর দেখভাল করুক, তাই ও তাড়াতাড়ি অবসর নিয়েছে। আমি ভাগ্য়বান যে এমন স্বামী পেয়েছি।’
পর্দায় অভিনীত অনুপমা চরিত্রটি দর্শকমহলে এত বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসাবে এদিন রূপালী বলেছেন তিনি মনে করেন এখনকার দিনে প্রত্যেক ঘরে ঘরেই পর্দার অনুপমার মতো চরিত্র রয়েছেন। রূপালীর কথায়, ‘আসলে চরিত্রটি খুব সুন্দর করে লেখা হয়েছে। অনুপমা আসলে প্রতিটি নারীর গল্প। আপনি প্রতিটি বাড়িতে এমন একজন অনুপমাকে পাবেন’।
সেইসাথে এদিন রূপালী বলেছেন শহরের মানুষজন মুখে নারীমুক্তির কথা বললেও ভারতের ৮০ শতাংশ মানুষই নাকি এখনও পিতৃতন্ত্রে বিশ্বাসী। অভিনেত্রীর কথায় ‘মেয়েরা নিজের মধ্যে অনুপমাকে খুঁজে পান। অনুপমা নিখুঁত নন। আমি মনে করি, এই পৃথিবীতে কেউই নিখুঁত নন। তাই অনুপমার যে অসম্পূর্ণতা এবং দুর্বলতা রয়েছে তাঁর সঙ্গে দর্শকরা নিজেদের মেলাতে পারেন।’