• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্রক পরা এই খুদেই বাংলা সিরিয়ালের ‘নায়িকা নম্বর ১’! দেখুন তো চিনতে পারেন কিনা?

Published on:

Famous Bengali serial actress Manali Dey childhood picture viral on social media

বাংলা সিরিয়ালের অভিনেত্রী (Bengali Serial Actress) মানেই তাঁরা যেন দর্শকদের ঘরের মেয়ে। টেলিভিশন (Television) কাজ করার সুবাদে অনেক নায়িকাই পৌঁছে গিয়েছেন বাংলার প্রত্যেক ঘরে ঘরে। মিঠাই, দীপা, ফুলঝুরিরা হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। সম্প্রতি বাংলা টেলি দুনিয়ার এমনই এক নামী নায়িকার ছোটবেলার ছবি (Childhood Picture) ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রামের (Instagram) এই যুগে আকছার কিছু না কিছু ভাইরাল হতে থাকে। তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল (Viral) হওয়াও নতুন কিছু নয়। সম্প্রতি বাংলা টেলিভিশন এবং টলিউডের এমনই এক নামী অভিনেত্রীর ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। অনেকে এক ঝলক দেখেই নিজের প্রিয় অভিনেত্রীকে চিনে ফেলেছেন, অনেকে আবার শত চেষ্টাতেও পারেননি। দেখুন তো আপনি এই অভিনেত্রীকে চিনতে পারছেন কিনা?

Manali Dey childhood picture, Manali Manisha Dey childhood picture

ছবিতে নীল-সাদা ফ্রক পরে যে মিষ্টি মেয়েটি বসে আছেন শীঘ্রই জি বাংলায় তাঁর ধারাবাহিক শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই সিরিয়ালের প্রোমো। এবার নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, এটা টেলি অভিনেত্রী মানালি মনীষা দে’রই (Manali Dey) ছোটবেলার ছবি।

‘বউ কথা কও’ সিরিয়ালে মৌরির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মানালি। বছর খানেক আগে অবধি ‘ধুলোকণা’য় ফুলঝুরির চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা। সম্প্রতি সেই মানালিই ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার এই ছবি শেয়ার করেন। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

Manali Dey, Manali Manisha Dey

পরনে নীল-সাদা ফ্রক, চুল বয় কাট করে কাটা। আর ঠোঁটের কোণায় লেগে রয়েছে সেই চেনা মিষ্টি হাসি। বাকি সব কিছু বদলে গেলেও অভিনেত্রীর মুখের হাসিটা কিন্তু আজও একই রকম রয়ে গিয়েছে। পর্দার ফুলঝুরি নিজের ছোটবেলার ছবি শেয়ার করা মাত্রই লাইফ কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ‘ধুলোকণা’ শেষ হওয়ার পর মানালিকে আর কোনও সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি। তবে শীঘ্রই ফের টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’র প্রোমো। কবে থেকে সম্প্রচার শুরু হবে তা অবশ্য এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥