ভারতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘রামায়ণ’ (Ramayan)। শ্রীরাম, মাতা সীতার কাহিনী ছাড়া এদেশের ইতিহাস অসম্পূর্ণ। সেই জন্যই বারবার ছোটপর্দা, বড়পর্দায় উঠে এসেছে এই কাহিনী। শীঘ্রই যেমন ওম রাউত পরিচালিত বলিউড সিনেমা ‘আদিপুরুষ’এ (Adipurush) দেখা যাবে রামায়ণের কাহিনী। তবে তার আগে এ.আইয়ের (A.I) মাধ্যমে রামায়ণ তথা আদিপুরুষের চরিত্রগুলিকে একেবারে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
বর্তমান যুগ হল প্রযুক্তিচালিত। এই যুগে এ.আই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কদর প্রচুর। এ.আইয়ের মাধ্যমে এখন প্রায় সবকিছুই করা যায়। এখন যেমন এই প্রযুক্তি ব্যবহার করে নানান ধরণের ছবি (A.I Generated Images) তৈরি করার নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সেই ট্রেন্ডে গা ভাসিয়েই এবার ‘আদিপুরুষ’র চরিত্রগুলিকে একেবারে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
অতীতে বহুবার আমরা জনপ্রিয় তারকাদের এ.আই জেনারেটেড ছবি আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হয়েছিল সেসব ছবি। এবার সেই তালিকাতেই নাম তুলল ‘আদিপুরুষ’র চরিত্ররা। যা দেখে শ্রীরাম, মাতা সীতাকে একেবারে ভিন্ন রূপে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও।
ওম রাউতের এই সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)। এ.আইয়ের মাধ্যমে তাঁকে রামচন্দ্র রূপে সাজিয়ে তোলা হয়েছে। যদিও সিনেমায় তাঁকে যে লুকে দেখা যাচ্ছে, তার সঙ্গে এ.আই জেনারেটেড লুকের কোনও মিল নেই। একই জিনিস দেখা গিয়েছে মাতা সীতার ক্ষেত্রেও।
‘আদিপুরুষ’এ মাতা সীতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। তাঁকেও সম্পূর্ণ নতুন লুক দেওয়া হয়েছে এ.আইয়ের মাধ্যমে। শ্রীরাম এবং মাতা সীতার মতো রাবণ এবং হনুমানকেও একেবারে নতুনভাবে দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে রাবণের লুকটি।
‘আদিপুরুষ’এ রাবণের চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সইফ আলি খান (Saif Ali Khan)। তাঁর লুক প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক হয়েছিল চারিদিকে। তবে এ.আইয়ের মাধ্যমে রাবণের যে লুক দেখানো হয়েছে তা কিন্তু নেটিজেনদের একটি বিরাট অংশের ভালোলেগেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখে তো অন্তত তেমনটাই অনুমান করা যাচ্ছে।