বাংলা সিরিয়াল গুলোতে এখন শিশু শিল্পীদের জয়জয়কার। টিআরপি বাড়াতে বেশিরভাগ সিরিয়ালেই এখন নির্মাতাদের ভরসা এই শিল্পীরা। এই তালিকায় যেমন রয়েছে অনুরাগের ছোঁয়ার সোনা-রুপা তেমনি রয়েছেন কমলা আর শ্রীমান পৃথ্বীরাজ। এছাড়া সদ্য শেষ হওয়া মিঠাই সিরিয়ালের শাক্য মিষ্টি তো রয়েইছেন। এঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ডেবিউ করে ফেলেছেন ওয়েব সিরিজ কিংবা সিনেমায়। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বাংলা সিরিয়ালের সেইসব জনপ্রিয় শিশু শিল্পীদের তালিকা।
কমলা (Kamala): স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj)-এ নায়িকা কমলার চরিত্রে অভিনয় জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। ইতিমধ্যেই বড় পর্দায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে ‘মিনি’ সিনেমায় অভিনয় করেছিলেন অয়ন্যা। এছাড়া একটি হিন্দি ওয়েব সিরিজেও বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথেও স্ক্রীন শেয়ার করেছিলেন তিনি।
রুপা (Rupa): এখনকার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র মিষ্টি রুপাকে কে না চেনেন। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিশুশিল্পী সৃষ্টি মজুমদার। সদ্য ওটিটি প্লাটফর্মে যে ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে সেখানে সন্দীপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি।
শাক্য (Shakyo): সদ্য জি বাংলার পর্দায় দীর্ঘ আড়াই বছরের সফর শেষ করেছে মিঠাই সিরিয়াল। এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় খুদে সদস্য ছিলেন মিঠাই সিদ্ধার্থর ছেলে শাক্য। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। জানা যাচ্ছে মিঠাই শেষের পর তিনি সুযোগ পেয়ে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন নতুন সিনেমা ‘অসুখ বিসুখ’-এ।
পৃথ্বীরাজ (Prithwiraj): বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় চরিত্র হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের মানিক ওরফে পৃথ্বীরাজ। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুকৃৎ সাহা। ছোটপর্দায় এটাই ডেবিউ সিরিয়াল হলেও ইতিপূর্বে হইচই-এর ‘শ্রীকান্ত’ সিরিজে অভিনয় করে দর্শকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছেন সুকৃৎ।
আদর (Ador): জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’তে (Khelna Bari) মিতুলের ছেলে আদর ওরফে শিবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি রায়চৌধুরী।
ইতিপূর্বে তিনি বড়পর্দায় একাধিক সিনেমায় শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন। তালিকায় রয়েছে কানামাছি,চ্যাম্পি,বাদশা, দিওয়ানা, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মতো জনপ্রিয় সব বাংলা সিনেমা।