জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মেয়েবেলা’র স্লট বদলে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল (New Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় আবার কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। জী বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’-এর উর্মিকে এবার থেকে রোজ টিভির পর্দায় দেখতে পারবেন দর্শক।
প্রসঙ্গত এই সিরিয়াটি শেষ হওয়ার পর সমস্ত নায়ক-নায়িকারা এতদিনে অন্যান্য নতুন সিরিয়ালে ফিরলেও এত দিন পর্যন্ত দেখা মেলেনি অন্বেষার। তবে অবশেষে দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে স্টার জলসার পর্দায় ফিরেছেন তিনি। প্রসঙ্গত দর্শকমহলে বরাবরই প্রশংসিত হয়েছে অন্বেষার তুখোর অভিনয়। ২০১৭ সালে প্রথম ‘কাজললতা’ সিরিয়ালের হাত ধরে প্রথম ডেবিউ করেছিলেন তিনি।
এরপর ‘চুনি পান্না’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। তবে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালটি এক আলাদাই জনপ্রিয়তা দিয়েছিল অন্বেষাকে। এই সিরিয়ালে হাসিখুশি চরিত্রে অভিনয় করে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। আর এবার তিনি ফিরছেন নতুন সিরিয়াল সন্ধ্যাতারাতে। এই সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রের নাম হয়েছে সন্ধ্যা।
সিরিয়ালে অভাবের সংসারে হাল ধরতে বাড়ির ছেলে হয়ে উঠেছে সন্ধ্যা। নিজের কাঁধে লাঙল টেনে কৃষি কাজ করে বাড়ির মানুষ গুলোকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে সে। তাই নিজের দিকে তাকানোর সময়টুকু নেই তাঁর। পর্দায় সন্ধ্যা চরিত্রে অন্বেষার অভিনয় এরইমধ্যে ছাপ ফেলেছে দর্শকমহলে।
সন্ধার এই চরিত্র প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমে অন্বেষা বলেছেন তিনি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। পরিশ্রম করতে ভালোবাসেন, ভয় পেয়ে পিছিয়ে আসবেন না কখনই। আর সন্ধ্যা চরিত্রটি করতে তার খুবই ভালো লাগছে। ত্রিকোণ প্রেম নিয়ে তৈরি এই সিরিয়াল টিতে দুই বোনের সাথে একই নায়কের ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো হবে।
তবে এই গল্পটি নাকি অন্যান্য সিরিয়ালের থেকে একেবারে আলাদা হতে চলেছে বলেই জানিয়েছেন অন্বেষা। যেখানে গুরুত্ব পাবে আত্মত্যাগ এবং স্বার্থত্যাগের গল্প। তবে বাস্তব জীবনে প্রেমের প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন প্রেমের সম্পর্কে তিনি সমঝোতা করতে পারবেন না। তবে প্রয়োজনে আত্মত্যাগ করতে রাজি তিনি।