ওয়েব সিরিজ (Web Series) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দ একটি বিষয়। এমন অনেক মানুষ রয়েছেন, যারা সিনেমার থেকেও বেশি এখন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এখন হয়ে উঠেছে দর্শকদের নিত্যদিনের সঙ্গী। তবে আপনি কি জানেন, এমন অনেক ওয়েব সিরিজ রয়েছে যেগুলি হলিউড (Hollywood) থেকে টুকলি (Remake) করা হয়েছে এবং রমরমিয়ে ভারতে চলছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, এমন ৫ ওয়েব সিরিজের নাম।
দ্য নাইট ম্যানেজার (The Night Manager)- অনিল কাপুর, আদিত্য রায় কাপুর অভিনীত এই সিরিজ ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন অনিল এবং আদিত্য। জনপ্রিয় এই ওয়েব সিরিজ ব্রিটিশ ‘দ্য নাইট ম্যানেজার’র হিন্দি রিমেক।
দ্য অফিস (The Office)- ২০০১ সাল থেকে সম্প্রচারিত ব্রিটিশ সিটকম ‘দ্য অফিস’র কথা নিশ্চয়ই মনে আছে। সেই সিরিজেরও হিন্দি রিমেক তৈরি হয়েছে। মুকুল চাড্ডা, গোপাল দত্ত অভিনীত হিন্দি ‘দ্য অফিস’ সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।
ক্রিমিনাল জাস্টিস (Criminal Justice)- বিক্রান্ত ম্যাসি, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ক্রিমিনাল জাস্টিস’র নামও তালিকায় রয়েছে। ডিজনি প্লাস হটস্টারের এই সিরিজটিও হলিউডের সিরিজের হিন্দি রিমেক। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ ‘ক্রিমিনাল জাস্টিস’ অনুকরণে তৈরি হয়েছে হিন্দি সিরিজটি।
রুদ্র (Rudra)- বলিউড সুপারস্টার অজয় দেবগণ অভিনীত ‘রুদ্র’ সিরিজের নামও তালিকায় রয়েছে। এই ওয়েব সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন বড়পর্দার ‘সিংঘম’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল এই সিরিজ। অজয় অভিনীত এই সিরিজটি ব্রিটিশ ক্রাইম ড্রামা ‘লুথার’র হিন্দি রিমেক।
দ্য ব্রোকেন নিউজ (The Broken News)- তালিকার শেষ নামটি হল ‘দ্য ব্রোকেন নিউজ’র। জি ফাইভে সম্প্রচারিত এই ওয়েব সিরিজটিও হলিউড সিরিজের অনুকরণে তৈরি হয়েছে।
সোনালি বেন্দ্রে, জয়দীপ অহলাওয়াত অভিনীত ‘দ্য ব্রোকেন নিউজ’ সিরিজটি ব্রিটিশ সিরিজ ‘প্রেস’র হিন্দি রিমেক। ২০১৮ সালে রিলিজ করেছিল এই ব্রিটিশ সিরিজটি।