• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিম কার্ডের একটি কোণা কেন কাটা থাকে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর

Published on:

Why Mobile Sim Cards have a cut in corner

প্রযুক্তিচালিত এই দুনিয়া মোবাইল ফোন (Mobile Phone) এবং সিম কার্ড (Sim Card) ছাড়া একেবারেই অচল। এখনকার দিনে প্রায় প্রত্যেক মানুষের কাছে একটি করে মোবাইল ফোন থাকে। আগে শুধুমাত্র যোগাযোগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত এই জিনিস এখন মানুষের বিনোদনের মাধ্যমও হয়ে দাঁড়িয়েছে। এমন অনেকে রয়েছেন যাদের মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না।

বিজ্ঞানীদের একটি আশ্চর্য আবিষ্কার হল মোবাইল ফোন। তবে এটাও ঠিক, সিম কার্ড ছাড়া যে কোনও মোবাইল অচল। সিম কার্ড না থাকলে মোবাইল ফোন ব্যবহারই করতে পারতো না কেউ। কারণ ফোন করা, মেসেজ করা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার করা- সব কিছুর জন্যই মোবাইল ফোন লাগে।

Mobile phone sim card, Sim card corner cut

যাদের কাছে মোবাইল ফোন রয়েছে তাঁরা প্রত্যেকেই সিম কার্ড চেনেন। তবে কখনও কি খেয়াল করেছেন প্রত্যেক সিম কার্ডেরই একটি কোণা কাটা থাকে। নিশ্চয়ই একবার না একবার প্রশ্ন জেগেছে কেন সিম কার্ডের একটি কোণা কাটা থাকে? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল। যা জানার পর অবাক হয়ে যাবেন আপনিও।

আগে যে সিম কার্ডগুলি তৈরি করা হতো সেগুলির একটি কোণা কিন্তু কাটা থাকতো না। আগেকার প্রত্যেক সিম কার্ড আয়তাকার হতো। তবে পরবর্তীকালে সিম কার্ডের কোণাগুলি কেটে দেওয়া শুরু হয়। এর পিছন কোন কারণ রয়েছে জানেন?

Mobile phone sim card, Sim card corner cut

জানা যায়, ব্যবহারকারীদের সুবিধার জন্যই সিম কার্ডের একটি কোণা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগে সিম কার্ড যখন আয়তাকার ছিল, তখন ব্যবহারকারীরা বুঝতে পারতেন না কোন দিকটা সোজা এবং কোন দিকটা উল্টো। ফলে অনেক সময়ই না বুঝতে পেরে উল্টো করে সিম ঢুকিয়ে ফেলতেন অনেকে। সেক্ষেত্রে বের করা খুব কঠিন হয়ে যেত। সেই সঙ্গেই অনেক সময় কার্ডের মধ্যে থাকা চিপও নষ্ট হয়ে যেত।

ব্যবহারকারীদের এই অসুবিধার দিকে খেয়াল রেখে টেলিকম সংস্থাগুলি সিম কার্ডের আকার পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই সিম কার্ডের একটি কোণা কেটে দেওয়া শুরু হয়। সিম কার্ডের কোন দিকটা সোজা এবং কোন দিকটা উল্টো তা যাতে সহজে বোঝা যায় সেই জন্যই এই ডিজাইনে এই পরিবর্তন আনা হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥