স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত আইকনিক একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জল নূপুর’ (Jol Nupur)। লাভলি মৈত্র, অপরাজিতা আঢ্য অভিনীত এই সিরিয়াল দর্শকদের ভীষণ পছন্দের ছিল। ২০১৩ সালে পথচলা শুরু হয়েছিল এই ধারাবাহিকের। প্রায় ২ বছর পর্যন্ত চলেছিল এই সিরিয়াল। এরপর ২০১৫ সালে শেষ হয় কাজু এবং নীলের কাহিনী। মাঝখানে ৮ বছর কেটে যাওয়ার পর ফের নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে এই সিরিয়াল।
‘জল নূপুর’এ ওড়িশার এক সাধারণ মেয়ে কাজল ওরফে কাজু এবং কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে নীলের কাহিনী দেখানো হয়েছিল। কাজু ছিল নরম মন কিন্তু শক্তিশালী ব্যক্তিত্বের এক মেয়ে। পাশাপাশি ওড়িশি নৃত্যতেও প্রচণ্ড দক্ষ ছিল সে। অপরদিকে নীল ছিল একজন আদর্শবান পুরুষ। কীভাবে কলকাতা এবং ওড়িশার দুই মানুষ কাছাকাছি এলেন সেই কাহিনীই দেখানো হয়েছিল এই সিরিয়ালে।
‘জল নূপুর’এ নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী এবং অভিনেত্রী লাভলি মৈত্র। পরবর্তীকালে অবশ্য নীলের মুখ পরিবর্তন হয়েছিল, সৌপ্তিকের পরিবর্তে এসেছিলেন অন্য একজন অভিনেতা। তবে এই দু’জন ছাড়াও ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে।
অপরাজিতা এই সিরিয়ালে ‘পারি’ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে অপরাজিতার তুখোড় অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। এবার সেই ‘জল নূপুর’ই একেবারে নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে। ৮ বছর পর ফের নতুন করে পথচলা শুরু করতে চলেছে এই সিরিয়াল।
স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালের রিমেক আনতে চলেছে স্টার প্লাস। অনেকদিন ধরেই এই বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে সামনে এসেছে একাধিক আপডেট। শোনা যাচ্ছে, বাংলা ‘জল নূপুর’র মতো হিন্দি রিমেকের প্রযোজনাও করবে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার।
প্রযোজনা সংস্থা এক থাকলেও ‘জল নূপুর’ হিন্দি রিমেকে কোনও বাঙালি অভিনেতা-অভিনেত্রীকে নেওয়া হবে না বলেই জানা গিয়েছে। তবে শোনা যাচ্ছে, ‘পারি’ অভিনেত্রী অপরাজিতাকে হিন্দি সিরিয়ালটিতেও দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে কোনও পাকা খবর এখনও সামনে আসেনি।