বলিউড (Bollywood) তারকা মানেই তিনি কোটিপতি হবেন এটা ভীষণ স্বাভাবিক। এক-একটি সিনেমা থেকেই মোটা টাকা আয় করেন তাঁরা। সেই টাকার একটি বিরাট অংশ আবার নিজেদের লাইফস্টাইলের পিছনেই খরচ করে দেন বলি সেলেবরা (Bollywood Stars)। তবে এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেক তারকা রয়েছেন যারা প্রচণ্ড বুঝেশুনে টাকা খরচ করেন। কোটিপতি হলেও টাকা ওড়ানো একেবারে পছন্দ করেন নয় তাঁদের। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বি টাউনের এমন ৭ ‘হাড়কিপ্টে’ (Kanjoos) সেলেবদের।
সারা আলি খান (Sara Ali Khan)– নবাব কন্যা হলেও সারা প্রচণ্ড বুঝেশুনে টাকা খরচ করেন। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডসের জন্য আবু ধাবি গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে গিয়ে মোবাইলে আন্তর্জাতিক রোমিং প্যাকটুকুও রিচার্জ করাননি সইফ আলি খানের মেয়ে। কারণ তাঁর মনে হয়েছিল, সেই প্যাকের দাম অনেক বেশি।
কাজল (Kajol)- বলিউডের ধনী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কাজল। তাঁর কাছে টাকার কোনও অভাব নেই। কিন্তু তা সত্ত্বেও প্রয়োজনের থেকে বেশি টাকা খরচ করা পছন্দ করেন না তিনি। সেই জন্য করণ জোহর একবার তাঁকে ‘কিপ্টে’ তকমাও দিয়েছিলেন।
সলমন খান (Salman Khan)- ভারতের তো বটেই, গোটা বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে একজন হলেন সলমন। কয়েক হাজার কোটি মালিক হওয়া সত্ত্বেও সলমন আজও একটি 2BHK ফ্ল্যাটে থাকেন। নিজের উপার্জিত পয়সা বুঝেশুনে খরচ করায় বিশ্বাস করেন ভাইজান।
জন আব্রাহাম (John Abraham)- বলিউডের অত্যন্ত সফল অভিনেতাদের মধ্যে একজন হলেন জন। একবার সেই অভিনেতাই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি একটি জুতো, একটি জিন্স এবং একটি টি-শার্টে সারা বছর কাটিয়ে দিতে পারেন।
শাহরুখ খান (Shah Rukh Khan)- সম্পত্তির নিরিখে অনেক হলিউড তারকাকে টেক্কা দেন শাহরুখ। কয়েক হাজার কোটির সম্পত্তি থাকলেও শাহরুখ নাকি বেশ কিপ্টে! এখনও পর্যন্ত নিজের টাকা বুঝেশুনে খরচ করেন তিনি। প্রয়োজনের থেকে এক টাকাও বেশি ব্যয় করেন না ‘বাদশা’।
ভিকি কৌশল (Vicky Kaushal)- বলিউড অভিনেতা ভিকি কৌশলের নামও এই তালিকায় রয়েছে। ক্যাটরিনা কাইফের স্বামী সাধারণভাবে জীবনযাপন করায় বিশ্বাস করেন। সেই জন্য নিজের উপার্জিত অর্থ অনেক ভেবেচিন্তে খরচ করেন তিনি।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)- তালিকায় সবার শেষ নামটি হল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে, নিজে নামী অভিনেত্রী- কিন্তু তা সত্ত্বেও বেকার টাকা খরচ একেবারেই পছন্দ করেন না শ্রদ্ধা।
কয়েক মাস আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারে গিয়ে একবার শ্রদ্ধা নিজেই বলেছিলেন, তিনি এখনও সেলে জামাকাপড় কেনেন।