• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার মেয়ে হয়েও সুযোগ পায়নি কোথাও! নেপোটিজম প্রসঙ্গে বিস্ফোরক অনু মালিক

‘নেপোটিজম’, ‘স্বজনপোষণ’-এর মতো কথাগুলো বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নতুন নয় একেবারেই। ইন্ডাস্ট্রিতে থাকা বেশিরভাগ তারকা সন্তানদেরই কম বেশি শুনতে হয় বাইরে থেকে আসা অন্যান্য তারকাদের তুলনায় বাড়তি সুবিধা পায় তাঁরা। সম্প্রতি এই নেপোটিজম নিয়েই সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অনু মালিক (Anu Malik)

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্ট্রাগল লাইফের কথা জানিয়ে অনু মালিক বলেছেন ‘যাঁরা একথা বলেন যে ‘তারকা সন্তানদের নিজেকে প্রতিষ্ঠিত করা অনেকটাই সহজ’, তাঁদের আমি বলব, একথা একেবারেই সত্যি নয়। আমি তো বরং উল্টোটাই বলব। আমার মনে হয় স্টার কিড দের থেকে বাইরে থেকে আসা ছেলেমেয়েদেরই এটা করা বেশি সহজ।’

   

বলিউড,Bollywood,অনু মালিক,Anu Malik,মেয়ে,Daughter,নেপোটিজম,Nepotism

এরপরেই নিজের মেয়ের হয়ে অনু মালিকের প্রশ্ন ছিল, ‘আমার মেয়ে আনমোল একজন দারুণ গায়ক। আমি তো বহু গায়ককে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছি, কিন্তু কেউ কি আমার মেয়ের সঙ্গে কাজ করার জন্য এগিয়ে এসেছেন?’ এরপরেই মেয়ে আনমোলের গাওয়া গান যেমন ‘নাগিন ডান্স’, ‘তাল্লি’ সহ আরও কিছু গানের উল্লেখ করে গর্বিত বাবা অনু মালিকের দাবি, ‘আমার তো মনে হয় আনমোল আমার থেকেও বেশি লড়াই করছে’।

সেইসাথে নিজের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ অনু মালিক বলেন, ‘ও কিন্তু কারও কাছ থেকে কাজ চায়নি। তবে অনেকেই ওঁর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ও তো আমার মেয়ে, তারপরেও কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি আমি ইন্ডাস্ট্রিতে এসে যতটা লড়াই করছি, তার থেকেও বেশি’।

বলিউড,Bollywood,অনু মালিক,Anu Malik,মেয়ে,Daughter,নেপোটিজম,Nepotism

তবে শুধু বড় মেয়ে আনমোল নয় সেইসাথে এদিন ছোট মেয়ে আদারও খুব প্রশংসা করেছেন গায়ক। এছাড়াও এদিন অনু মালিক বলেছেন, ‘বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজেক প্রতিষ্ঠিত করা মোটেও সহজ নয়। এখানে কাজ করতে গিয়ে দেহ, মন ও অর্থ, সবরকম সমস্যাই আমি দেখেছি’।

বলিউড,Bollywood,অনু মালিক,Anu Malik,মেয়ে,Daughter,নেপোটিজম,Nepotism

এরপরেই নিজের পুরোনো অভিজ্ঞতার কথা জানিয়ে অনু মালিক বলেছেন একবার নাকি উঁচু স্কেলে গান গাইতে গিয়ে তার মুখ দিয়ে রক্তও বেরিয়েছিল।

site