বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় দুই তারকা হলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy)। সিরিয়াল থেকে শুরু করে টলিউড- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁদের৷ বাঙালি দর্শকমহলে বিক্রম-শোলাঙ্কির জুটিও বেশ হিট। এবার এই দুই তারকাই অনুরাগীদের সঙ্গে একটি বিরাট সুখবর ভাগ করে নিলেন।
বিক্রম এবং শোলাঙ্কি একসঙ্গে স্টার জলসার ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে অভিনয় করেছিলেন। সেখানে তাঁদের চরিত্রের নাম ছিল যথাক্রমে অনুরাগ এবং মেঘলা। দর্শকদের ভীষণ পছন্দ ছিল এই দুই তারকার রসায়ন। সেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর তাই অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। তবে এবার ফের কাছাকাছি এসেছেন ‘ইচ্ছেনদী’র দুই তারকা। সম্প্রতি ভালোবাসায় মোড়া ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন বিক্রম-শোলাঙ্কি নিজে।
টলিপাড়ার এই দুই তারকা বাস্তব জীবনে বেশ ভালো বন্ধু। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের পর আর একসঙ্গে কাজ না করলেও তাঁদের সম্পর্ক কিন্তু অটুট রয়েছে। দীর্ঘ ৬ বছর পর সেই বিক্রম-শোলাঙ্কি আবার কাছাকাছি এসেছেন। এবার ‘শহরের উষ্ণতম দিনে’তে (Sohorer Ushnotomo Dine) দেখা যাবে তাঁদের।
আগেই জানা গিয়েছিল, ‘ইচ্ছেনদী’ খ্যাত এই দুই তারকার একটি সিনেমা আসতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিক্রম-শোলাঙ্কির ছবি ‘শহরের উষ্ণতম দিনে’র পোস্টার। নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে ভালোবাসায় মোড়া সেই পোস্টার।
‘শহরের উষ্ণতম দিনে’র পরিচালনা করেছেন অরিত্র সেন। প্রযোজক হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এই সিনেমায় বিক্রমের চরিত্রের নাম ঋতবান। পেশায় সে একজন ফটোগ্রাফার, পাশাপাশি পিএইচডি ডিগ্রিও রয়েছে। অপরদিকে শোলাঙ্কির চরিত্রের নাম হল অনিন্দিতা। পেশায় সে রেডিও জকি।
View this post on Instagram
অনিন্দিতার বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এই শহরের প্রতি অদম্য ভালোবাসার জন্য সে এই শহর ছেড়ে যেতে পারেনি। শহরের উষ্ণতম দিনে বাঁক নেবে ঋতবান এবং অনিন্দিতার জীবন। কিন্তু কীভাবে বদলে যাবে তাঁদের লাইফ? সেই উত্তর মিলবে আগামী ৩০ জুন, ছবি রিলিজের পর।
প্রসঙ্গত, বাংলার সিরিয়ালপ্রেমী মানুষদের মধ্যে বিক্রম-শোলাঙ্কি জুটি প্রচণ্ড হিট। ২০১৫ সালে ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের৷ ২০১৭ সাল পর্যন্ত চলেছিল সেই সিরিয়াল। ছোটপর্দার মতো বড়পর্দাতেও বিক্রম-শোলাঙ্কি জুটি সফল হয় কিনা সেটাই এবার দেখার।