বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত নামী এক অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শুধুমাত্র টলিউডেই নয়, বলিউডেরও পরিচিত মুখ তিনি। অজয় দেবগণ, রাজপাল যাদবের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই বঙ্গ তনয়া। নিজের দুর্দান্ত অভিনয় গুণের জন্য সুচিত্রা সেনের পর ‘মহানায়িকা’ তকমাও তিনি পেয়েছেন।
দেখতে দেখতে টলিউডে বেশ কয়েক দশক কাটিয়ে ফেলেছেন ঋতুপর্ণা। বয়সও বেড়েছে টলি সুন্দরীর। কিন্তু তা সত্ত্বেও এখনও রূপ, সৌন্দর্য, গ্ল্যামারে তরুণীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। যত বয়স বাড়ছে ততই যেন গ্ল্যামারও বাড়ছে তাঁর। কিন্তু সম্প্রতি সেই ঋতুপর্ণারই এমন একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যা দেখে কটাক্ষের (Trolled) ঝড় উঠেছে নেটপাড়ায়।
প্রশংসা এবং সমালোচনা প্রত্যেক তারকার জীবনে অবিচ্ছেদ্য দুই অংশ। বিনোদন দুনিয়ার তারকা মানেই তিনি সবসময় থাকেন আতসকাঁচের নীচে। উনিশ থেকে বিশ হলেই তাঁদের দিকে ধেয়ে আসেন কটু কথা। মাঝেমধ্যে তা শালীনতার মাত্রাও অতিক্রম করে যায়। সম্প্রতি এমনটাই হয়েছে ঋতুপর্ণার সঙ্গে।
কয়েকদিন আগে টলি সুপারস্টার জিতের একটি ফ্যান পেজের তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা গিয়েছে, জিৎ এবং কোয়েলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন ঋতুপর্ণা। জিৎ-কোয়েলের পরনে রয়েছে জিন্স এবং সাদা রঙের শার্ট। অপরদিকে ঋতুপর্ণা পড়েছিলেন কালো রঙের টপ এবং একই রঙের লেসের হটপ্যান্ট।
টলিপাড়ার এই তিন তারকার ছবি ভাইরাল হতেই নেটিজেনদের চোখ আটকায় ঋতুপর্ণার দিকে। বা বলা ভালো নায়িকার উরুতে। ঋতুপর্ণার উরুর চামড়ার ভাঁজ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ার। কেউ লিখেছেন, অভিনেত্রীর পা আয়রন করতে হবে। কারোর আবার মত, ঋতুপর্ণা নিজেকে চিরকুমারী ভাবলেও, তিনি ঠাকুমা হয়ে গিয়েছেন।
অনেকে আবার ঋতুপর্ণার পোশাক নির্বাচনের দিকেও আঙুল তুলেছেন। তাঁদের মতে, ঋতুপর্ণার নিজের বয়স এবং শরীরের দিকে তাকিয়ে পোশাক বাছাই করা উচিত ছিল। কেউ কেউ আবার ঋতুপর্ণার নিন্দা করার পাশাপাশি কোয়েলের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। নেটপাড়ায় ঋতুপর্ণাকে নিয়ে এত চর্চা, কটাক্ষ হলেও অভিনেত্রী নিজে এই বিষয়ে এখনও কোনও জবাব দেননি।