বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেললেও শ্রাবন্তীর জনপ্রিয়তা একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এও দেখা যাচ্ছে তাঁকে।
কর্মজীবনে চূড়ান্ত ব্যস্ত থাকলেও শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিন্তু বেশ অ্যাক্টিভ থাকেন। সময় পেলেই সেখানে নানান ছবি, ভিডিও পোস্ট করে থাকেন টলি নায়িকা। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া পেজ খুললেই তাঁর কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি দেখা যায়। মাঝেমধ্যে আবার এসব ছবি, ভিডিওর জন্যই তুমুল কটাক্ষের (Trolled) মুখেও পড়তে হয় তাঁকে।
সম্প্রতি যেমন শ্রাবন্তীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে একেবারে হট অবতারে দেখা গিয়েছে নায়িকাকে। আর তা দেখেই হুঁশ উড়েছে নেটিজেনদের। কেউ অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কেউ আবার করেছেন কটাক্ষ। তবে ভালো হোক বা খারাপ, টলি সুন্দরীর এই পোস্ট নিয়ে চর্চা কিন্তু চলছেই।
শ্রাবন্তীর শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি শার্ট পরে রয়েছেন তিনি। সেই শার্টের কয়েকটি বোতাম খোলা, সেখান থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। এই পোস্ট শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘একসময় আমি স্নো হোয়াইট ছিলাম, তবে এখন আমি একেবারে বদলে গিয়েছি‘।
বোতাম খোলা শার্টে ছবি শেয়ার করেও নেটিজেনদের একাংশের কটূক্তি শুনতে হয়েছে শ্রাবন্তীকে। অভিনেত্রীর এই পোস্ট দেখে একজন যেমন লিখেছেন, ‘সানি লিওনি পার্ট ২’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘সুপার হট’।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী। তাঁর হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। আগামী আগস্ট মাস থেকে মেগা বাজেট ছবি ‘দেবী চৌধুরানী’র কাজ শুরু করবেন তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত সেই সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।