• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় অপমান, বড় মেকআপ আর্টিস্ট হয়ে তাক লাগবে পাখি! প্রকাশ্যে ‘রাঙা বউ’ এর ধামাকা প্রোমো

টিভি খুললেই হয় এখন প্রতিটা বিনোদনমূলক চ্যানেলেই হরেক রকম সিরিয়ালের মেলা। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এমন একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘রাঙা বউ’ (Ranga Bou)। এই সিরিয়ালের হাত ধরেই বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকরা ফিরে পেয়েছেন তাঁদের পছন্দের আর পুরনো জুটিকে।

আসলে এই ধারাবাহিকের নায়ক নায়িকা কুশ-পাখি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরী এবং অভিনেত্রী শ্রুতি দাস। ইতিপূর্বে তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছিলেন ত্রিনয়নী সিরিয়ালে।  প্রসঙ্গত রাঙা বউ  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকে নায়ক কুশের বরাবরই একটু ভুলে যাওয়ার রোগ রয়েছে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,কুশ,Kush,পাখি,Pakhi,নতুন প্রোমো,New Promo

যার জন্য বাড়ির সদস্যদের  কাছে বিশেষ করে খুড়তুতো দাদা বৌদিদের কাছে উঠতে বসতে অপমানিত হয় কুশ। কিন্তু পাখি আসার পর থেকে সে’ই ঢাল হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে কিছুদিন আগেই ধারাবাহিকের এসে হাজির হয়েছে এক নতুন খলনায়িকা মালবিকা। যে নিজেকে রকি অর্থাৎ কুশের বিবাহিত প্রথম স্ত্রী বলে দাবি করেছে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে শীল বাড়ির অন্য দুই বউ পাখিকে এক বাটি চাল একটা স্টোভ দিয়ে আলাদা করে দিয়ে বলছে তাকে এই ঘরের মধ্যে এই টুকু উপকরণ নিয়েই পাগল শশুর আর বেকার বরকে নিয়ে সংসার চালাতে হবে।

এই পরিস্থিতিতে সংসারের হাল ধরতে পাখি এবার বেছে নিয়েছে তার পছন্দের কাজ। সে নিজে যে কাজটা সবচেয়ে ভালো পরে সেই কাজই করতে চলেছে সে। তাই এবার পাখি খুলেছে একটি নতুন পার্লার। যা দেখে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসাহাসি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,কুশ,Kush,পাখি,Pakhi,নতুন প্রোমো,New Promo

এমনই এক নেটিজেন লিখেছেন ‘ব্যাস, সিরিয়ালের শুরুতে এটাই ভেবেছিলাম, একদিন বড়ো মেকআপ আর্টিস্ট হয়ে দর্শকদের টনক নাড়িয়ে দেবে রাঙা বউ। আমার ভাবনা সত্যি করার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলা।’

site