বলিউডে (Bollywood) এমন অনেক তারকা রয়েছেন যারা জাঁকজমক পূর্ণভাবে সাত পাকে বাঁধা (Marriage) পড়েছেন। সাম্প্রতিক অতীতেই যেমন রাজকীয়ভাবে গাঁটছড়া বেঁধেছেন বহু বলি সেলেব। আবার এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেকে সেলিব্রিটি রয়েছেন যারা রাজকীয়ভাবে বিয়ে করা তো দূর, বিয়ে করার পরেও স্বামী-স্ত্রীকে প্রকাশ্যে আনেননি। দীর্ঘদিন বিয়ের কথা লুকিয়ে (Secret) রেখেছিলেন বি টাউনের অনেক সেলেব।
শ্রীদেবী (Sridevi)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী চুপিচুপি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রযোজক বনি কাপুরের সঙ্গে। শোনা যায়, সেই সময় শ্রীদেবীর গর্ভে বনির সন্তান ছিল। পাশাপাশি বিবাহিত বনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। তাই রাজকীয়ভাবে নয়, চুপিচুপি মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন দু’জনে।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt)- বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে শেষ বিয়েতে কোনও জাঁকজমক করেননি তিনি। কোর্টে গিয়ে ছিমছামভাবে বিয়ে করেছিলেন সঞ্জয় এবং মান্যতা।
রানী মুখোপাধ্যায় (Rani Mukerji)- বঙ্গ তনয়া রানীর নামও তালিকায় রয়েছে। রানীর স্বামী আদিত্য চোপড়া হলেন যশ রাজ ফিল্মসের কর্ণধার। স্বামী-স্ত্রী দু’জনেই এত বড় তারকা হলেও রানী এবং আদিত্য কিন্তু চুপিচুপিই বিয়েটা করেছিলেন।
সইফ আলি খান (Saif Ali Khan)- বয়সে বড় অমৃতা সিংকে বিয়ের জন্য কম কটাক্ষ শুনতে হয়নি সইফকে। সেই বিয়ে না টিকলেও, অমৃতাকে স্ত্রী করার জন্য প্রচুর লড়াই করেছিলেন শর্মিলা ঠাকুরের ছেলে। শোনা যায়, সইফ এবং অমৃতাও চুপিচুপি সাত পাকে বাঁধা পড়েছিলেন। পরে সেই খবর প্রকাশ্যে আসে।
ধর্মেন্দ্র (Dharmendra)- ৪ বাচ্চার বাবা ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্কে জড়ানোয় কম কটাক্ষ শুনতে হয়নি হেমাকে। অনেকেই তাঁকে দিয়েছিলেন ‘ঘর ভাঙানি’ তকমা। বি টাউনের এই দুই তারকাও চুপিচুপি সাত পাকে বাঁধা পড়েছিলেন।
আমির খান (Aamir Khan)- আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত প্রায় ১৬ বছর সম্পর্কে ছিলেন। এত বছর প্রেম করার পর চুপিচুপি কোর্টে গিয়ে বিয়ে করেছিলেন দু’জনে।
জন আব্রাহাম (John Abraham)- বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহামের নামও তালিকায় রয়েছে। জন এবং তাঁর প্রেমিকা প্রিয়া রুঞ্চাল প্রতমে বিয়ে করেছিলেন, এরপর তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন।
কুণাল কাপুর (Kunal Kapoor)- ‘রঙ দে বসন্তী’ খ্যাত অভিনেতা কুণালের নামও তালিকায় রয়েছে। অনেকেই জানেন না, কুণাল আসলে বচ্চন পরিবারের জামাই।
অমিতাভ বচ্চনের ভাইঝি নয়না বচ্চনের স্বামী হলেন কুণাল। বি টাউনের এই নামী অভিনেতাও কিন্তু চুপিসারেই বিয়ে করেছিলেন। পরে ফাঁস হয় তাঁদের বিয়ের কথা।