বলিউড (Bollywood) তারকাদের নিয়ে সাধারণ মানুষদের আগ্রহ বরাবর তুঙ্গে থাকে। তাঁদের ব্যক্তিগত জীবনে কী চলছে না চলছে সবকিছু জানা চাই তাঁদের। বিশেষত বলিউড সেলেবদের বিয়ে (Celebrity Weddings) নিয়ে আলাদা মাত্রার চর্চা-আলোচনা চলতে থাকে অনুরাগীদের। তবে অনেকসময় আবার দেখা যায়, ধুমধাম করে বিয়ে করলেও কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের (Divorce) পথে হাঁটেন তারকারা।
সম্প্রতি যেমন বলিউডের এক নামী তারকাজুটির সংসার ভাঙার খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, বি টাউনের নামী গায়িকা নেহা কক্কর (Neha Kakkar) এবং স্বামী রোহনপ্রীত সিং (Rohanpreet Singh) বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বছর তিনেক আগে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন নেহা এবং রোহনপ্রীত। তবে এর মধ্যেই এসে গেল সংসার ভাঙার খবর।
গত ৬ জুন নেহার জন্মদিন ছিল। প্রত্যেক বছর এই দিনে স্ত্রীকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দেন রোহনপ্রীত। তবে এবার নেহার জন্মদিনের পার্টিতে তাঁর স্বামীকে দেখা যায়নি। বাপের বাড়ির সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায় নেহাকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীয়ের জন্মদিন নিয়ে কোনও পোস্ট করেননি রোহনপ্রীত।
নেহার জন্মদিন রোহনপ্রীতের এই আচরণ নজর কেড়েছে নেটিজেনদের। স্বামীকে ছেড়ে বাপের বাড়ির সদস্যদের সঙ্গে গায়িকার জন্মদিন সেলিব্রেশনের ছবি, ভিডিও ভাইরাল হতেই নেহা-রোহনপ্রীতের সংসার ভাঙার গুঞ্জন শোনা যেতে থাকে। যদিও অনেকে আবার মনে করছেন, এটি নেহা এবং রোহনপ্রীতের ‘পাবলিসিটি স্টান্ট’ ছাড়া আর কিছুই নয়।
বি টাউনের এই তারকাজুটির সংসার ভাঙার খবরে একদিকে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম তখন মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁরা। আর তা দেখেই অনেকে মনে করছেন, প্রচারে থাকার জন্যই এমনটা করছেন নেহা এবং রোহনপ্রীত।
এর আগে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের খব রটেছিল নেহার। পরে জানা যায় সেই খবর ভুয়ো। এরপর বিয়ের কয়েক মাসের মধ্যেই শোনা যায়, নেহা নাকি প্রেগন্যান্ট। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। পরে জানা যায়, একটি অ্যালবামের প্রচারের জন্য এই সবকিছু করেছিলেন নেহা এবং রোহনপ্রীত। এবারও এমন কিছু হচ্ছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে।