বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত উজ্জ্বল এক নক্ষত্র হলেন উত্তম কুমার (Uttam Kumar)। বাঙালি সিনেপ্রেমী মানুষদের কাছে তাঁর পরিচয় ‘মহানায়ক’ নামেই বেশি। সাম্প্রতিক অতীতে একাধিক অভিনেতাকে ‘মহানায়ক’ তকমা দেওয়া হলেও, কেউই দর্শকমনে উত্তম কুমারের স্থান নিতে পারেননি। মৃত্যুর প্রায় সাড়ে চার দশক পরেও নিজের কাজের মাধ্যমে অনুরাগীদের মনে জীবিত রয়েছেন তিনি।
সময়ের সঙ্গে টলিউডে প্রচুর অভিনেতা এসেছেন, প্রচুর অভিনেতা গিয়েছেন- তবে উত্তম কুমারের মতো জনপ্রিয়তা এবং সাফল্য কেউ পাননি। ‘মহানায়ক’র নাতি গৌরব চট্টোপাধ্যায়ও (Gourab Chatterjee) একজন নামী অভিনেরা। টলিউডের পাশাপাশি বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ ইনি। তবে উত্তম কুমারের নাতি গৌরব দাদুর দেখানো পথে হাঁটলেও অভিনেতা নিজের ছেলে গৌতমকে (Gautam Chatterjee) কিন্তু অভিনেতা হতে দেননি।
শোনা যায়, বাবার আকাশছোঁয়া স্টারডম দেখে উত্তম কুমারের ছেলে গৌতমও একসময় ভেবেছিলেন তিনি অভিনেতা হতে চান। তবে ছেলে এই দুনিয়ায় পা রাখুক তা একেবারেই চাননি টলি তারকা। শোনা যায়, একবার নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে কথা বলার জন্য বাবার কাছে গিয়েছিলেন গৌতম। সেই সময় বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
‘অন্ধ অতীত’ নামে একটি ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করার কথা ছিল গৌতমের। এই বিষয়ে বাবার মতামত জানতে চেয়েছিলেন তিনি। তবে বাবা যা কথা বলেছিলেন তাতে বেশ হতাশ হয়ে যান গৌতম। কারণ সবকিছু ভালো করে শোনার পর উত্তম কুমার তাঁর ছেলেকে অভিনয় দুনিয়া থেকে সরে আসার কথা বলেছিলেন।
‘মহানায়ক’ তাঁর ছেলেকে বুঝিয়েছিলেন, অভিনেতাদের জীবন হল আতশবাজির মতো। যতক্ষণ তাঁরা জ্বলজ্বল করছেন ততক্ষণ ভালো। তবে একবার এই আলো শেষ হলেই অভিনেতাদের জীবনটাও শেষ! ছেলে গৌতম এই গোলকধাঁধার মধ্যে পড়ুক তা একেবারেই চাননি ‘মহানায়ক’। বাবার কথা বুঝতে পেরে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসেন গৌতম।
উত্তম কুমারের ছেলে তাঁর পরামর্শ অনুযায়ী, অভিনেতা হওয়ার স্বপ্ন ছেড়ে দিলেও তাঁর নাতি গৌরব কিন্তু দাদুর কথা শোনেননি। ‘ভালোবাসার অনেক নাম’ ছবির হাত ধরে টলিউডে পা রেখেছিলেন তিনি। ছবিটি দর্শকদের ভালোলাগলেও দাদুর মতো সফল হতে পারেননি গৌরব। যদিও এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন উত্তম কুমারের নাতি।