ইদানিং বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে একঝাঁক নতুন নায়ক নায়িকাদের পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু নতুন অভিনেতা-অভিনেত্রীদের। জি বাংলা থেকে স্টার জলসা উভয় চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পাচ্ছে বেশ কিছু চরিত্র। যাদের মধ্যে অন্যতম হলেন গঙ্গা, গুগলি,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের মতো চরিত্র।
গঙ্গা (Ganga): স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ তে গঙ্গা চরিত্রটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। ধারাবাহিকে এই চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর আসল নাম কথা চক্রবর্তী। ইতিপূর্বে তিনি ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে রানী অন্নদার ছোট জা’ লক্ষীরর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও আকাশ আটের জনপ্রিয় সিরিয়াল ‘তোমায় হৃদমাঝারে রাখবো’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কথা।
গুগলি (Gugli): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলনাবাড়ি’তে নায়িকা মিতুলের মেয়ে গুগলি ইতিমধ্যেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। ধারাবাহিকে এই গুগলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য। এর আগেও জি বাংলার ‘লালকুঠি’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এই সিরিয়ালে ইন্দ্রানী অভিনীত চরিত্রের নাম হয়েছিল জিনি। এছাড়া ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালেও বেশ কিছুদিন অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি মডেলিংও করেন ইন্দ্রানী। বর্তমানে এই অভিনেত্রীর বয়স ২৫ বছর।
আদর (Ador): সম্প্রতি বেশ কয়েকবছরের লিপ নিয়ে এগিয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকে মিতুলের ছেলে আদর ওরফে শিবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি রায়চৌধুরী। ইতিপূর্বে তিনি বড়পর্দায় একাধিক সিনেমায় শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন। তালিকায় রয়েছে কানামাছি,চ্যাম্পি,বাদশা, দিওয়ানা, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মতো জনপ্রিয় সব বাংলা সিনেমা। এছাড়াও সপ্তর্ষি অভিনয় করেছেন ‘শুভদৃষ্টি’ এবং ‘কপালকুন্ডলা’র মতো বাংলা সিরিয়ালেও। সপ্তর্ষি আসলে আর এক জনপ্রিয় শিশু অভিনেতা বন্ধন অর্থাৎ সোহম বসুচৌধুরীর খুড়তুতো ভাই হয়।
কমলা (Komola): স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj)-এ নায়িকা কমলার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছেন অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’তে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালেও সৃজিতা চরিত্রে অভিনয় করেছিলেন অয়ন্যা। এছাড়া ইতিমধ্যেই বড় পর্দায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে মিনি সিনেমায় অভিনয় করেছিলেন অয়ন্যা। এছাড়া একটি হিন্দি ওয়েব সিরিজেও বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথেও স্ক্রীন শেয়ার করেছিলেন তিনি।
পৃথ্বীরাজ (Prithwiraj): অল্পদিনেই দর্শকমহলে দারুন জনোপ্রিয়তা পেয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের পৃথ্বীরাজ চরিত্রটি। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা সুকৃৎ সাহা।
ইতিপূর্বে তিনি হইচইয়ের শ্রীকান্ত নামের একটি ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।