টলিউডের সুপারস্টার (Tollywood Superstar) বলতেই সবার আগে যে নামগুলো চোখের সামনে ভেসে আসে, তাদের মধ্যে অন্যতম জিৎ (Jeet)। আজ পর্দায় তাকে দেখলেই সিটি থেকে উত্তেজনায় ভরে ওঠে সিনেমা হল। সম্প্রতি বাংলা ছবিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন জিৎ। বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিলেন ‘চেঙ্গিজ’ (Chengiz)।
দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ এ রিলিজ হয়েছিল চেঙ্গিজ ছবি। যেটা বাংলা বক্স অফিসে তো বটেই বলিউডেও বেশ ভালো ফল করেছে। সালমান খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির সাথেই রিলিজ হয়েছিল ছবিটি। ভাইজানের ছবি মানেই ব্যাপক উত্তেজনা, হাউসফুল সবাই জানত। কিন্তু সেখানেও নিজেকে টলিউডের ‘বস’ প্রমাণ করে দুর্দান্ত ব্যবসা করেছেন জিৎ।
সম্প্রতি আরও একটি সুখবর মিলেছে। জানা যাচ্ছে খুব জলদি নতুন সিনেমায় নতুন অবতারে কামব্যাক করতে চলেছেন জিৎ। আজ সেই সংক্রান্ত আপডেট নিয়েই হাজির বংট্রেন্ড। জিৎ ভক্তরা জানেন, বস ও বস ২ এই দুই ছবিই সুপারহিট হয়েছিল। এবার সেই ছবিরই তৃতীয় পর্ব অর্থাৎ ‘বস ৩’ আসতে চলেছে।
সূত্র মতে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ছবির প্রাথমিক প্রস্তুতি পর্ব শেষ। শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। তবে সুখবর এখানেই শেষ নয়! আরো খবর রয়েছে যে এই ছবিটিও সর্বভারতীয় স্টোরে রিলিজ করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ চেঙ্গিজ এর মত গোটা ভারতে একই দিনে মুক্তি পেতে পারে বস ৩।
প্রসঙ্গত, প্রথম বস ছবিতে জিতের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল শুভশ্রীকে। এরপর বস ২ এর সময় বাংলাদেশের নায়িকা সুন্দরী নুসরত ফারিয়ার সাথে জুটি বেঁধেছিলেন জিৎ। এবার দেখার অপেক্ষা বস ৩ এর জন্য কাকে বেছে নেন তিনি। নতুন কোনো মুখ দেখা যাবে নাকি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যেই একজনকে নেওয়া হবে? এই আপডেট পাওয়ার জন্য আপাদের পেজ কে ফলো করে রাখুন।