আজ অর্থাৎ শুক্রবারে টিভির পর্দায় শেষবারের মতো দেখা যাবে মিঠাই রানী আর তাঁর উচ্ছেবাবুর মিষ্টি প্রেমের গল্প। আজই শেষবারের মতো হাজির হবেন গোটা মোদক পরিবার। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে এবার পাকাপাকিভাবেই বিদায় নিতে চলেছেন মনোহরার সদস্যরা। তাই আজ সন্ধ্যা ছ’টায় ভুলেও মিঠাই দেখতে ভুলবেন না মিঠাই ভক্তরা।
লম্বা এই সফরে অনেক চড়াই-উৎরাই দেখেছেন এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা। একসময় টিআরপি তালিকায় যেমন প্রথম হয়েছে তেমনই পরবর্তীতে হাতছাড়া হয়েছে বেঙ্গল টপারের সিংহাসন। কিন্তু তাতে কি? মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু কোনদিনই মাপা যায়নি টিআরপি দিয়ে।
তাই শেষ দিন পর্যন্ত দর্শক মহলে অব্যাহত মিঠাই ম্যাজিক। প্রসঙ্গত ইতিমধ্যেই এসে গিয়েছে মিঠাইয়ের অন্তিম পর্বের প্রিমিয়াম এপিসোড। যা দেখে প্রিমিয়াম মেম্বাররা জেনে গিয়েছেন মিঠাইয়ের অন্তিম পর্বে কী কী ঘটতে চলেছে। জানা যাচ্ছে আজকের পর্বের প্রথমেই দেখা যাবে মিঠাই রানী হাসপাতালে ভর্তি থাকায় মন খারাপ করে বসে রয়েছে সিদ্ধার্থ।
মনে মনে সে গোপালের কাছে প্রার্থনা করতে থাকে মিঠাইরানির জন্য। অন্যদিকে, মিঠাইকে সুস্থ করে দেওয়ার জন্য পরিবারের সদস্যরা গোপালকে ডেকে গান গাইতে শুরু করে. এর পরেই ডাক্তার জানায় মিরাকেল ঘটেছে মিঠাইয়ের ডান হাত বাঁচানো গিয়েছে। মিঠাইয়ের হাত ঠিক হয়ে যাওয়ায় সিদ্ধার্থ গোপালকে প্রমিস করে সে বাড়ি ফায়ার নিজে হাতে তাঁর জন্য পিঠে-পুলি বানাবে।
এরপর মিঠাই রানী বাড়ি ফিরে আসলে তাকে ‘ওলেকা’ম জানাতে মোদক পরিবারের সদস্যরা সবাই মিলে ‘ ‘ভালোবাসতে আসছে তোমায়’ গান গাইতে শুরু করেন। গোপালকে করা প্রমিস অনুযায়ী সিদ্ধার্থ নিজের হাতে তাঁর জন্য ভোগ বানাতে চাইলে তাকে নিজে হাতে ধরে মিষ্টি বানানো শেখাবে মিঠাই রানী। এরপর দেখা যাবে তারা দুজনে মাইল গোপালের জন্য পাটিসাপ্টা বানাবে।
অন্তিম পর্বে এসে তোর্সা জানাবে সে মা হতে চলেছে। সব মিলিয়ে খুশিতে জমজমাট গোটা মনোহরা পরিবার। তবে অন্তিম পর্বে সমস্ত সদস্যরা হাজির থাকলেও দেখা মেলেনি নন্দা অভিনেত্রী কৌশাম্বীর। তবে অন্তিম পর্বে দেখা গিয়েছে মিঠাই রানীর সিরিয়াল দাদাবাবু স্যান্ডিকে। এদিন দাদাই সবার থেকে প্রমিস নেবেন যাতে আগামীদিনেও সবাই এরকমই ‘হেপ্পি’ থাকতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে এদিন অন্তিম পর্বে এসে মিষ্টি অপছন্দ করা উচ্ছে বাবু বলবে ‘মিষ্টি খেলে আমার আর বমি পায় না, বিকজ আই লাভ সুইটস।’ এই বলে সিদ্ধার্থ, মিঠাইকে জড়িয়ে ধরতেই সবাই শেষবারের মতো একসাথে ‘জয় গোপাল’ বলে উঠবেন।