এই প্রচন্ড গরমে রীতিমতো হাঁসফাঁস করছে গোটা বাংলা। আর এই গরমে ঘাম বসে আর রাস্তার ধুলো-ময়লা জড়িয়ে স্ক্রিনের একেবারে বারোটা বেজে যায়। এছাড়া রোদ্দুরের প্রচন্ড তাপে ট্যান পড়ার সাথে সাথে নষ্ট হতে থাকে ত্বকের ঔজ্বল্য (Bright Skin)। অথচ সকলেই চান যে তাদের চেহারার জেল্লা যেন একই রকম থাকে।
তাই এই পরিস্থিতিতে ত্বকের ঔজ্বল্য ফিরিয়ে আনার জন্য রয়েছে আজ নিয়ে হাজির হয়েছি এক সহজ ঘরোয়া টোটকা। যার মাধ্যমে খুব অল্প সময়েই এই ধরনের সমস্যা থেকে মুক্তি তো মিলবেই সেই সাথে যাদের ব্রণর মতো সমস্যা রয়েছে সে ক্ষেত্রেও কাজ দেবে একেবারে ম্যাজিকের মত।
ত্বক উজ্জ্বল করার প্রয়োজনীয় উপকরণ: আর দেরি না করে দেখে নেওয়া যাক ঘরোয়া এই টোটকা ব্যবহারের জন্য কি কি উপকরণ প্রয়োজন। প্রথমেই লাগবে ১ টাকার ছোট শ্যাম্পুর পাতা, পরিমাণ মতো ব্যসন আর লেবুর রস এছাড়াও প্রজন জল এবং টুথ পেস্ট। তবে এখানে বলে রাখি কারও যদি লেবুর রসে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করার জন্য সেক্ষেত্রে টমেটো কিংবা আলুর রস ব্যবহার করা যেতে পারে। এছাড়া প্রয়োজন নারকেল তেল আর অ্যালোভেরা জেল।
প্রয়োগ করার পদ্ধতি: খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ত্বকের ঔজ্বল্য ফিরিয়ে আনতে একটা পাত্রে তিন চামচ বেসনের সাথে ছোট শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই মিশ্রনের সাথে লেবুর রস অথবা টমেটো কিংবা আলুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে।
এছাড়া যারা ব্রণর মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য একই মিশ্রণের মধ্যে টুথপেস্ট মিশিয়ে নিতে হবে। এরপর প্রথমে ত্বক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ওই মিশ্রণ লাগিয়ে রেখে দেওয়ার পর একটি তোয়ালে দিয়ে মিশ্রণটি ত্বকের উপর থেকে তুলে ফেলতে হবে।
উপকারিতা: এরপর নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে আরো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। মুখ ধুয়ে আসার পর ওই মিশ্রণটি লাগালে ব্রণর দাগ কিংবা ত্বকের অন্যান্য দাগও চলে যাবে সহজেই।